'৪৩ জায়গায় হামলার আশঙ্কা,' রামনবমীকে ঘিরে মেগা পরিকল্পনা বাংলায়
হিন্দুস্তান টাইমস | ২৭ মার্চ ২০২৫
বাংলায় রামনবমীর মিছিলে অন্তত ৪৩ জায়গায় হামলা হতে পারে। বড় আশঙ্কা করল রামনবমী উদযাপন সমিতি। তারা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছে একথা। সেই সঙ্গেই সূত্রের খবর, অন্তত তিন হাজার মিছিল বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ১ কোটি ২০ লাখ মানুষ সেদিন রামনবমীর মিছিলে অংশ নেবেন। তবে সাধারণ মানুষ অবশ্য মনে প্রাণে চাইছেন উৎসবকে কেন্দ্র করে যেন কোথাও কোনও গণ্ডগোল না হয়।
রামনবমী উদযাপন সমিতির সদস্য় বিকর্ণ নস্কর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চলতে চাই। তবে আত্মরক্ষার অধিকার তো সকলেরই আছে।
এদিকে রামনবমী উদযাপনকে কেন্দ্র করে রীতিমতো কোমর বেঁধে নামছে বিভিন্ন সংগঠন। ইতিমধ্য়েই বিভিন্ন জায়গায় তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গায় মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসবের মধ্যেই অন্তত ৪৩ জায়গায় হামলার আশঙ্কা করছে রামনবমী উদযাপন সমিতি। তবে সেই ৪৩ জায়গা ঠিক কোথায় সেব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
তবে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোথাও অশান্তি না হয় সেকারণে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা থাকবে।
এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই অশান্তির আশঙ্কা প্রকাশ করেছিলেন। এদিকে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি আশঙ্কার পাশাপাশি সম্প্রতি সুকান্ত বলেছিলেন, পুলিশ যদি বাধা দেয় তবে প্রতিরোধ করতে হবে। আর সেই প্রসঙ্গে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেছিলেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাঁদের জনগণ জবাব দেবে। আমি দেব না।
রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২০২৪ সালের পরে এটা দ্বিতীয় রামনবমী। এবছর মহাকুম্ভ হয়েছে। তাই হিন্দুদের কাছে এই বছরটা গর্বের। এই বছর সর্বত্র আনন্দ, বীরত্বের সঙ্গে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। রামনবমীর মিছিলএবার এত বড় হবে যে পুলিশ সিভিক ভলান্টিয়ার দিয়েও হিন্দু জনতার জয় শ্রীরাম ধ্বনিকে আটকাতে পারবেন না।
তবে রামনবমীকে ঘিরে যাতে কোথাও কোনও অশান্তি না হয়, কোথাও যাতে উসকানি দেওয়া না হয় সেকারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ। শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই হবে।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগেই জানিয়েছিলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকেই এবার রামনবনীকে কেন্দ্র করে আগে থেকেই পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হচ্ছে। অশান্তি বরদাস্ত করা হবে না বলেও আগেই জানিয়েছিল পুলিশ।