• এত খেটেও সরকারি চাকরি মেলেনি! আশুতোষের প্রাক্তনীর ঝুলন্ত দেহ উদ্ধার
    হিন্দুস্তান টাইমস | ২৭ মার্চ ২০২৫
  • একের পর এক চাকরির পরীক্ষা। পরিশ্রম কিছু কম করেননি। কিন্তু কিছুতেই সফল হননি তিনি। সেই অবসাদেই কি সব শেষ! বুধবার রাতে কলকাতার গড়ফা এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম দীপায়ন দাস। বয়স মাত্র ২৩ বছর।

    আশুতোষ কলেজ থেকে স্নাতক হয়েছিলেন দীপায়ন। সরকারি চাকরির পরীক্ষা দিয়ে একটি সরকারি চাকরি পাওয়ার জন্য তিনি নানা চেষ্টা করছিলেন। সরকারি চাকরি পাওয়ার জন্য একটি কোচিং সেন্টারে পড়াশোনাও করতেন।

    পরিবারের দাবি, অত্য়ন্ত মন দিয়ে পড়াশোনা করতেন দীপায়ন। একটা সরকারি চাকরি পাওয়ার জন্য সবরকম চেষ্টা করছিলেন। এদিকে বন্ধুরা একের পর এক চাকরি পেয়ে যাচ্ছিলেন। কোনও না কোনওভাবে একটা আয়ের পথ খুঁজে পাচ্ছিলেন তারা। এর জেরে ক্রমেই মানসিক অবসাদে ডুবে যাচ্ছিলেন তিনি। পরিবারের দাবি, ইদানিং কিছুটা চুপচাপ থাকতেন তিনি। কারোর সঙ্গে বিশেষ কথা বলতেন না। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের বন্ধুদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। তার মোবাইল ফোনের কল রেকর্ডিংও দেখা হচ্ছে।

    চাকরির জন্য সবরকম চেষ্টা করছিলেন তিনি। কিন্তু কিছুতেই সফলতা আসছিল না। বন্ধুরা একের পর এক চাকরি পেয়ে যাচ্ছিলেন। তার জেরে তিনি কিছুটা মানসিক অবসাদের মধ্য়ে পড়ে গিয়েছিলেন। কঠিন পরিশ্রম করতেন একটা চাকরি জোটানোর জন্য। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।

    তবে ওয়াকিবহাল মহলের মতে, চাকরি না পাওয়া থেকে অনেকের মনেই হতাশার জন্ম হয়। তবে কোনওভাবেই ভেঙে পড়লে চলবে না। নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)