• রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করলেন হরিহর দাস...
    আজকাল | ২৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত চেয়ারম্যান হরিহর দাস। বুধবার অ্যাকাডেমির দপ্তরে নিজের চেম্বারে উপস্থিত হয়ে দায়িত্বভার বুঝে নেন তিনি। তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন শিক্ষক গবেষক ও পঞ্চানন বর্মা অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, রাজবংশী ভাষা অ্যাকাডেমির সদস্য-সহ অন্যান্য সংগঠন। ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।  

    এদিন দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরিহর দাস জানান, এই দায়িত্বভার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি তিনি কৃতজ্ঞ। আগামীদিনে বোর্ড মিটিংয়ে তিনি নিজের কাজ ঠিক করবেন।

    উল্লেখ্য, রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে ছিলেন গ্রেটার নেতা বংশীবদন বর্মণ। বংশীবদকে সরিয়ে চেয়ারম্যান করা হয় হরিহর দাসকে। সক্রিয় রাজনীতির সঙ্গে বরাবরই জড়িত ছিলেন হরিহর। গত লোকসভা নির্বাচনের সময়েও কোচবিহারে তিনি তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার বিপক্ষে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করেছিলেন। তার পরেই বংশীবদনকে ছেঁটে ফেলে হরিহরকে রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (আজকাল)