• সোনালিতন্তুর একগুচ্ছ সামগ্রী নিয়ে মেলা শিলিগুড়িতে ২৮ হাজার ৩৯ কোটি টাকার পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি
    বর্তমান | ২৭ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জুতো থেকে কার্পেট। পুতুল থেকে শো’পিস। বিভিন্ন ধরনের ব্যাগ থেকে অলঙ্কার। সোনালিতন্তু থেকে উৎপাদিত এহেন একগুচ্ছ পরিবেশবান্ধব দ্রব্য নিয়ে শুরু হল জুট ফেয়ার। বুধবার শিলিগুড়ি শহর সংলগ্ন সিটি সেন্টারে এই মেলার আয়োজন করেছে কেন্দ্রীয় সরকারের জাতীয় জুট বোর্ড। তাদের বক্তব্য, ২০২৩-’২৪ অর্থবর্ষে রেকর্ড পরিমাণ পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি হয়েছে। ২০১৯-’২০ অর্থবর্ষের তুলনায় তা ১৬ শতাংশ বেড়েছে। 

    দেশের অন্যতম অর্থকরী ফসল পাট। যা সোনালিতন্তু হিসেবে পরিচিত। পাট থেকে পরিবেশবান্ধব দ্রব্য উৎপাদন, প্রদর্শন ও বাণিজ্যে জোর দিয়েছে কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রক। এজন্য দেশের অন্যান্য প্রান্তের মতো গত ছ’বছর ধরে শিলিগুড়ির কাছে সিটি সেন্টারেও জুট ফেয়ার করা হচ্ছে। এবার সেই মেলা সপ্তম বর্ষে পড়ল। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূপুর দাস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার পলাশ পাল, অর্থনীতি বিভাগের প্রধান সঞ্চারী রায় মুখোপাধ্যায় প্রমুখ। 

    আগামী ৩ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। জাতীয় জুট বোর্ডের আধিকারিক রিজওয়ানুজ জামান বলেন, প্রতিদিন মেলা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। গত বছর মেলায় ২০টি স্টল ছিল। এবার স্টলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২টি। প্রবেশ অবাধ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বর্ধমান, দার্জিলিং প্রভৃতি জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠী ও উদ্যোগপতিরা মেলায় স্টল দিয়েছেন। পাশাপাশি বিহার ও উত্তরপ্রদেশের স্টল রয়েছে। গত বছর মেলার স্টলগুলিতে গড়ে এক লক্ষ টাকা করে ব্যবসা হয়েছে। এবার ব্যবসা বাড়বে বলেই আশা করছি। 

    মেলায় ব্যবসায়ীরা বলেন, উদ্বোধনের পর এখন কেনাকাটা না জমলেও লোকজন স্টলে এসে দ্রব্যসামগ্রী দেখছে। এখানে ৫০ টাকা থেকে ৫০০০ টাকা মূল্যের সামগ্রী রয়েছে। 

    স্টলগুলিতে পাটজাত দ্রব্য ছাড়া অন্য কিছু নেই। পাটের তৈরি জুতো, কার্পেট, শো’পিস, ওয়াল হ্যাংগার, লাগেজ ও ল্যাপটপ ব্যাগ, মহিলা ও পুরুষদের পার্স, ঘর সাজানোর পুতুল, কানের দুল প্রভৃতি দ্রব্য দিয়ে স্টলগুলি সাজানো হয়েছে। জাতীয় জুট বোর্ডের আধিকারিক বলেন, দেশে পাটজাত দ্রব্যের উৎপাদন বেড়েছে। বিশেষ করে পরিবেশবান্ধব লাইফ স্টাইল সামগ্রী তৈরি হচ্ছে। এর রপ্তানিও বেড়েছে। 

    ২০১৯-’২০ অর্থবর্ষে পাটজাত দ্রব্য রপ্তানি হয়েছিল প্রায় ২৪ হাজার ২৩৮ কোটি টাকার। সেই তুলনায় ২০২৩-’২৪ অর্থবর্ষে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯ কোটি টাকা। সামগ্রিকভাবে রপ্তানি ১৬ শতাংশ বেড়েছে। 

     শিলিগুড়ির সিটি সেন্টারে শুরু হল জুট ফেয়ার।-নিজস্ব চিত্র          
  • Link to this news (বর্তমান)