• প্রেমে প্রত্যাখ্যান, স্ক্রু ড্রাইভার নিয়ে হামলা
    বর্তমান | ২৭ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ‘প্রেম’ প্রত্যাখ্যান করায় যুবতীর উপর চড়াও প্রেমিক। স্ক্রু ড্রাইভার দিয়ে যুবকের হামলায় গুরুতর জখম যুবতী চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার এমনই একটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠে রায়গঞ্জ ব্লকের ভাটোল ফাঁড়ির বসতপুর এলাকায়। পুলিসের বক্তব্য, সম্পর্কে টানাপোড়েনের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে, অথবা একতরফা প্রেম। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, এক যুবতীর উপর স্ক্রু ড্রাইভার দিয়ে হামলা করেছেন যুবক। অভিযোগের ভিত্তিতে রাজু বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে।

    প্রাথমিকভাবে পুলিসের অনুমান, হামলাকারী যুবক মানসিকভাবে অসুস্থ। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বুধবার সকাল দশটা নাগাদ। স্কুলে যাচ্ছিলেন বেসরকারী স্কুলের শিক্ষিকা ঝুমা বর্মন। সেই সময় আচমকা ওই যুবতী শিক্ষিকাকে ধাওয়া করে একেবারে মুখোমুখি হন যুবক। দু’এক কথা বলতে না বলতেই যুবতীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত রাজু। তখনই আচমকা তিনি স্ক্রু ড্রাইভার পকেট থেকে বের করে যুবতীর উপর হামলা চালান। তাতে যুবতীর শরীরে একাধিক জায়গায় আঘাত লাগে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে যুবতী মাটিতে লুটিয়ে পড়েন। প্রকাশ্যে রাস্তায় ঘটনার আকস্মিকতায় হাঁ হয়ে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ছুটে যেতেই পালিয়ে যান যুবক।

    স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী ভূষণ বর্মণ বলেন, সকালে আমাদের এলাকার ওই যুবকের কাণ্ডজ্ঞানহীন কার্যকলাপে আমরাও অবাক হয়ে গিয়েছি। যুবতী উচ্চশিক্ষিত এবং একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। আর যে যুবক এই হামলা চালিয়েছেন, তিনি কোনও কাজকর্ম করেন না। পড়াশোনাও সেভাবে করেননি। যুবকটির ছোট ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। হামলাকারী ওই যুবক এলাকায় রটিয়েছিলেন যে, ওই যুবতীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে। যদিও তা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। অভিযোগ পেয়ে ভাটোল ফাঁড়ির পুলিস যুবককে পাকড়াও করেছে। যুবকের সাম্প্রতিক আচার আচরণ আমাদের কাছেও স্বাভাবিক মনে হয়নি। 

    আক্রান্ত ওই যুবতী ঝুমা বর্মন মোবাইলে বলেছেন, কেন ওই যুবক আচমকা হামলা চালাল আমি জানি না। সে আচমকাই স্ক্রু ড্রাইভার আমার শরীরের একাধিক জায়গায় গেঁথে দেয়। হঠাৎ এই হামলা আটকাতে গিয়ে হাতের একাধিক জায়গায় মারাত্মকভাবে আঘাত লেগেছে। এখন গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আমি। 
  • Link to this news (বর্তমান)