নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দামি ক্যামেরা ভাড়া নিয়ে ফেরত দিচ্ছিলেন না মুম্বইয়ের এক যুবক। ক্যামেরা মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা গুজরাত থেকে অভিযুক্ত অনুরাগ পান্ডেকে গ্রেপ্তার করেছেন। তবে ক্যামেরা এখনও উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত গত বছর জুন মাসে। মুম্বইয়ের আন্ধেরি (ওয়েস্ট)-এর বাসিন্দা অনুরাগ পান্ডে কলকাতার ৭ নম্বর পূর্ণচন্দ্র মিত্র লেনের বাসিন্দা উত্তমকুমার পুগালিয়ার থেকে লাখ চারেক টাকার স্টিল ক্যামেরা ভাড়া নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভাড়া নেওয়া ক্যামেরা ফেরত দিচ্ছিলেন না তিনি। এমনকী ক্যামেরা মালিকের সঙ্গে তিনি যোগাযোগও বন্ধ করে দেন বলে অভিযোগ।
বাধ্য হয়ে ক্যামেরা মালিক উত্তমকুমার পুগালিয়া স্থানীয় চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এই মামলার তদন্তভার চারু মার্কেট থানার হাত থেকে কলকাতা পুলিসের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের হাতে তুলে দেয় লালবাজার। তদন্তে নেমে গোয়েন্দারা নজরদারি চালাতে গিয়ে দেখেন, মুম্বইয়ের যুবক বর্তমানে গুজরাতে রয়েছেন। এরপরই লালবাজার ২৪ মার্চ গুজরাত থেকে গ্রেপ্তার করে অনুরাগ পান্ডেকে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে।
লালবাজারের এক সূত্র জানাচ্ছে, গোটা দেশজুড়ে ক্যামেরা ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার কারবার ফেঁদেছিলেন অনুরাগ। দেশের একাধিক রাজ্যের পুলিস তাঁকে হন্যে হয়ে খুঁজছে। এদিকে অনুরাগকে আদালতে তোলা হলে, বিচারক তাঁকে ৩ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা খোয়া যাওয়া ক্যামেরা উদ্ধারের জন্য ঝাঁপাচ্ছেন।