• শেয়ার ট্রেডিংয়ের নামে এক কোটি টাকার প্রতারণা, ধৃত দুই অভিযুক্ত
    বর্তমান | ২৭ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: অতিরিক্ত মুনাফার আশায় সাইবার প্রতারকদের খপ্পরে পড়েছিলেন মধ্যমগ্রামের বাসিন্দা মনোজিৎ কুলভি। দফায় দফায় ১ কোটি ১ লক্ষ ৩২ হাজার টাকা খোয়া যায় তাঁর। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বারাসত সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত চালিয়ে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ১১ হাজার ৫৫৮ টাকা উদ্ধার করেছে সাইবার থানার পুলিস। উদ্ধার হওয়া টাকা বুধবার মনোজিৎবাবুর হাতে তুলে দেয় পুলিস।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা মনোজিৎ কুলভি পেশায় একজন ব্যবসায়ী। মাস দেড়েক আগে তাঁর মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে একটি লিঙ্ক আসে। তিনি ওই লিঙ্কে ক্লিক করেন। তারপর প্রতারকদের খপ্পরে পড়ে অনলাইন শেয়ার ট্রেডিং সংক্রান্ত একটি অ্যাপ ডাউনলোড করেন। এরপর দফায় দফায় প্রায় ১ কোটি ১ লক্ষ ৩২ হাজার টাকা বিনিয়োগ করেন অনলাইনে। এভাবে কিছুদিন চলার পর শেয়ার ট্রেডিংয়ে লাভ না হওয়ায় বিনিয়োগ করা টাকা অনলাইনেই তুলতে চেষ্টা করেন। কিন্তু বারবার চেষ্টায় ব্যর্থ হয়ে মনোজিৎ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। চলতি বছর ২৪ জানুয়ারি বারাসত থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত চালায় বারাসত সাইবার থানার পুলিস। নীলাঞ্জন সেন এবং আমাদুল মোল্লা নামে অভিযুক্ত দুই প্রতারককে গ্রেপ্তার করে পুলিস। নীলাঞ্জনের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকায়। আমাদুল মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে ১৫ লক্ষ ১১ হাজার ৫৫৮ টাকা উদ্ধার করে পুলিস।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)