নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার ভাটপাড়া হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবনের শিলান্যাস হল। সাংসদ তহবিলের দু’কোটি টাকায় নির্মিত হবে এই অত্যাধুনিক ওপিডি ভবন। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানিয়েছেন, মূল হাসপাতালের সামনে নতুন ভবন তৈরির কাজ শুরু হবে। কয়েক মাসের মধ্যেই ভবনটি তৈরি হয়ে যাবে। অত্যাধুনিক পদ্ধতিতে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। নিরাপত্তার কথা ভেবে এখানে পুলিস ফাঁড়িও চালু হয়েছে।
জেলাশাসক ছাড়া এদিনের শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনৎ দে, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী প্রমুখ। পার্থ ভৌমিক বলেন, গত লোকসভা নির্বাচনের আগে এই হাসপাতালের উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সাংসদ তহবিল থেকে দু’কোটি টাকা বরাদ্দ করে সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছি। কয়েক মাসের মধ্যে হাসপাতালের চেহারাই বদলে যাবে। তবে সকলের কাছে অনুরোধ করব, চিকিৎসা নিয়ে কারও অভিযোগ থাকলে, যথাযথ জায়গায় অভিযোগ জানাবেন। হাসপাতালে ভাঙচুর করবেন না।
সাংসদ বলেন, এখানে বহু বছর একজন এমএলএ এবং এমপি ছিলেন। কিন্তু এই হাসপাতালের জন্য তিনি কিছুই করেননি বলে নাম না করে অর্জুন সিংকে কটাক্ষ করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, বারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডারাজ বন্ধ হবেই।
জবাবে অর্জুন সিং জানিয়েছেন, এই হাসপাতাল তাঁর বাবা সত্যনারায়ণ সিং তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু কিছুই হয়নি। আর পার্থ ভৌমিক গুন্ডারাজ বন্ধ করবেন বলেছিলেন। অথচ রোজই খুনোখুনি হচ্ছে।