• বঙ্গের ২ সচিবের কথা ইউকে-র শিল্পসংস্থার সঙ্গে, পার্লামেন্ট স্কোয়ারে মমতা
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • এই সময়: ব্রিটিশ শিল্পসংস্থার প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার বাণিজ্য বৈঠকের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের ফলোআপ হিসেবে বুধবার ইউকে–র একাধিক শিল্পসংস্থার কর্তাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও শিল্পসচিব বন্দনা যাদব।

    বার্কলে গ্রুপের কর্তা স্টিভেন ফ্ল্যাহার্টি, টেকনোলজি সংস্থা গ্র্যাভিট্রিসিটির প্রতিনিধি মার্টিন রাইট, ফার্মা সংস্থা স্কটিশ লাইফসায়েন্সের কর্তা স্কট জনস্টোন, ভিসুভিয়াস ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর হেনরি নলেসের মতো শিল্পকর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এই শিল্পসংস্থার প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে তাঁদের বাণিজ্য সম্ভাবনা নিয়ে বৈঠক করেছেন বলে সূত্রের খবর।

    কোনও সংস্থা বাংলায় তাঁদের কর্মকাণ্ডের প্রসার ঘটাতে চাইছে, কোনও সংস্থা আবার একেবারে নতুন বিনিয়োগের বিষয়ে ভাবছে বলে জানা গিয়েছে।

    মুখ্যমন্ত্রী এই বৈঠকগুলিতে না–থাকলেও তিনি সংশ্লিষ্ট শিল্পসংস্থাগুলির প্রস্তাব খতিয়ে দেখা শুরু করেছেন বলে সূত্রের খবর। লন্ডনে ঠাসা কর্মসূচির মধ্যে এ দিন দুপুরে মমতা পার্লামেন্ট স্কোয়ারে যান। এখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, ‘বাপুজি, সংবিধানকে বাঁচিয়ে রেখো।’

    পরে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে এই ছবি পোস্ট করেছেন। এই ছবির সঙ্গে মমতা লিখেছেন, ‘এই মেমোরিয়াল মহাত্মা গান্ধীর আদর্শের স্মরণিকা হিসেবে দাঁড়িয়ে রয়েছে। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলছে।’

    লন্ডনে হাঁটতে বেরিয়ে এ দিন ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মমতার দেখা হয়। ডোনার ট্রুপের অনুষ্ঠান রয়েছে লন্ডনে। মমতার সঙ্গে সৌরভ–জায়া টেমসের ধার দিয়ে বেশ কিছুক্ষণ হেঁটেছেন। লন্ডনে সৌরভ–কন্যা সানা থাকেন। টেমসের কাছে একটি বহুতলের ২৮ তলায় রয়েছে সেই ফ্ল্যাট।

    কোন ফ্ল্যাটে তাঁর মেয়ে থাকেন, তা–ও দূর থেকে মুখ্যমন্ত্রীকে দেখিয়েছেন ডোনা। অক্সফোর্ডের কেলগ কলেজে আজ, বৃহস্পতিবার মমতার ভাষণ রয়েছে। সেই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। ভারতীয় সময় রাত সাড়ে দশটায় শুরু হবে এই অনুষ্ঠান। কেলগ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই অনুষ্ঠানে শিল্পপতি লর্ড করণ বিলিমরিয়া থাকতে পারেন।

  • Link to this news (এই সময়)