রাজস্থানে বিভিন্ন জেল থেকে একের পর এক ভিভিআইপি-কে হুমকি ফোন অব্যাহত। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার পরে এ বার উপ মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া-কে খুনের হুমকি দিয়ে ফোন। সূত্রের খবর, জয়পুর সেন্ট্রাল জেল থেকে খুনের হুমকি দেওয়া হয়েছে উপ মুখ্যমন্ত্রীকে। গত বুধবার রাতে জয়পুর পুলিশ কন্ট্রোল রুমে ওই ফোন আসে। হুমকি ফোন আসার পরেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে ফোন নম্বর ও লোকেশন খতিয়ে দেখে জানা যায়, হুমকি দেওয়া হয়েছে জয়পুর সেন্ট্রাল জেল থেকে। কে ওই ফোন করেছিল তা জানতে জয়পুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সেখানকার পুলিশ। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দৌসা জেল থেকে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে হুমকি ফোন দেওয়া হয়। তদন্তে জানা যায়, পকসো মামলায় সাজাপ্রাপ্ত এক বন্দি ওই হুমকি ফোন দিয়েছিল।
ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায়। ঘটনায় পুলিশ ওই গৃহবধূর পুত্রবধূ-সহ তাঁর এক আত্মীয়কে আটক করেছে পুলিশ। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তার দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যান। এর পর থেকেই তাঁকে ডাইনি অপবাদ দেওয়া শুরু হয়।
সুকান্ত মজুমদারের পর বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হতে চলেছেন? তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এ বার এই নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, ‘সামনেই ২০২৬-এর ভোট। প্রতি ৩ বছর অন্তর বিজেপিতে সাংগঠনিক নির্বাচন হয়। সর্বভারতীয় নেতারা যাঁকে উপযুক্ত মনে করবেন তাঁকে দায়িত্ব দেবেন।’
সম্প্রতি ‘রাজনৈতিক ঠাট্টা’ করে বিতর্কে জড়িয়েছেন কমেডিয়ান কুণাল কামরা। কিন্তু এই বিতর্কের মধ্যেও নিজের কৌতুকশিল্পে কোনও ছাকনি ব্যবহার করতে নারাজ তিনি। এবার ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং রাজ্যসভার সাংসদ তথা লেখিকা সুধা মূর্তিকে নিয়ে করা কুণাল কামরার কমেডি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। মুম্বইয়ের ‘নয়া ভারত’ শোয়ে সুধা মূর্তির ‘সরল জীবনযাপন’ নিয়ে মজা করতে শোনা গিয়েছে কুণালকে।
আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বাড়তে পারে। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
ক্যান্সার, ডায়াবেটিস-সহ সরকার নিয়ন্ত্রিত আরও কিছু অ্যান্টিবায়োটিক্সের দাম বাড়তে চলেছে শীঘ্রই, বিসনেজ টুডে-কে জানিয়েছে এক সরকারি সূত্র। এই ওষুধগুলির দাম ১.৭ শতাংশ বাড়তে চলেছে, সরকারি সূত্রে জানা গিয়েছে এমনটাই।
বৃহস্পতিবার বারুইপুরে কলকাতা হাইকোর্টের নির্দেশে জমায়েত করতে চলেছে বিজেপি। নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে এই কর্মসূচি শেষ করার নির্দেশ দিয়েছে আদালত।