• মোবাইল টাওয়ার থেকে পড়ে গিয়ে জখম, হাসপাতালে চিকিৎসা আহত বাজ-এর...
    আজকাল | ২৭ মার্চ ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: সাতসকালে আচমকা মোবাইল টাওয়ার থেকে পড়ে যায় একটি বাজ পাখি। গুরুতর আহত হয়। তাকে নিয়েই হুলস্থুল কাণ্ড দিনভর। স্থানীয়দের উদ্যোগে সঙ্গে সঙ্গেই আহত পাখিকে তুলে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া পশু হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর আপাতত পাখিটিকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা।

     জানা গিয়েছে, চুঁচুড়া রবীন্দ্র নগর এলাকায় একটি মোবাইল টাওয়ারে প্রায়ই এসে বসে পাখিটি। এদিন সকালে স্থানীয় কয়েক জন যুবক হঠাত এলাকার এক বাড়ির ছাদে পরে থাকতে দেখে পাখিটিকে। সঙ্গে সঙ্গেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চুঁচুড়ায় রাজ্য  প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসা শুরু করেন পশু চিকিৎসক জয়জিৎ মিত্র।

     স্থানীয় যুবক সঞ্জয় কর জানিয়েছেন, মোবাইল টাওয়ার থেকে কোনও ভাবে পড়ে যায় পাখিটি। সম্ভবত ইলেকট্রিক শক লেগেছে। দেখা মাত্রই সে আহত পাখিটিকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে উঠছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে পাখিটিকে আবার ছেড়ে দেওয়া হবে কিংবা অথবা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। 

    চিকিৎসক জয়জিৎ জানিয়েছেন, আগামী দু-এক দিন চিকিৎসা চলবে। ওষুধ দেওয়া হয়েছে। 

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)