• 'আপনার বাড়িতে দা নেই কেন? ওরা রাম দা দেখেনি,' আবার ফুল ফর্মে দিলীপ
    আজ তক | ২৭ মার্চ ২০২৫
  • তাঁর দা কেনা নিয়ে অনেকেই ভয় পেয়েছে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, 'আমি সাধারণ মানুষ। খাই দাই মর্নিং ওয়াক করি। আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই, অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যায়। কেউ বলে ওটা নাকি রাম দা। ওরা এখনও রাম দা দেখেনি। আমি পয়সা দিয়ে রাস্তা করেছি। সেটা উদ্বোধন করতে গিয়েছি। ওরা চেঁচামেচি করছে। তাহলে বিতর্ক করল কে? কেউ কেউ আমাকে বিতর্কে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। আপনি যা ইচ্ছা আমার ওপর দিয়ে চালালে আমি তো উত্তর দেবই। আমি ওরকম নেতা নই যে পিছনে দু'জন কুকুরের মতো ঘেউ ঘেউ করলে জবাব না দিয়ে চলে আসব।'

    দিলীপ ঘোষ কি আবারও পুরনো ফর্মে ফিরেছেন? জবাবে খড়গপুরের প্রাক্তন বিধায়ক বলেন, 'পুরনো ফর্ম নয়। যারা রেগুলার আমার সম্পর্কে খোঁজ রাখেন তাঁরা জানেন এটাই আমার ফর্ম। অনেকে খবর দেখেন আমার ফর্ম দেখতেই। তাঁদের জন্য খুব মায়া হয়।' 

    বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিখ্যাত বারুণী মেলা। তার আগে বুধবার সন্ধ্যায় সেখানে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। ঠাকুরবাড়ির ভিতরে ঢুকে মমতাবালা ঠাকুরের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর পায়ে মাথা ঠেকিয়ে করলেন প্রণাম। এনিয়ে দিলীপ বলেন,'এটা একটা পারিবারিক ব্যাপার। গুরুদেবের পর কার অধিকার, সেখানে একটা আর্থিক ব্যাপার চলে আসে। অনুকূল ঠাকুরের পরিবারে একই ঘটনা ঘটেছিল। যারা মতুয়া গুরুদের শ্রদ্ধা করেন তাঁরা আমাদের কাছে পূজনীয়। তাঁদের মনে যেন কোনও কাদা না আসে। ভক্তরা ভগবানকে ভালবাসেন। ভক্তদের বলব আপনারা এর মধ্যে থাকবেন না।'

    মিটিং-মিছিলের অনুমতি পেতে বারেবারে রাজ্য বিজেপিকে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এনিয়ে দিলীপ বলেন,'বিদেশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধীর কাছে প্রার্থনা করছেন, যেন দেশের সংবিধান বজায় থাকে। ওনার নিজের রাজ্যে কোনও সংবিধান আছে? পুজো থেকে কর্মসূচি। সমস্ত হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হয়। মমতা একা সব সিদ্ধান্ত নেবেন? তাহলে তুমি চাকরি ছেড়ে দাও। অযোগ্য লোকগুলো কেন পুলিশে আছে? আমরা আগে জানিয়ে দিই যাতে প্রশাসনের সুবিধা হয়। তারা সেটা আটকাবার জন্য আছে? এদের পদত্যাগ করা উচিত। ২৬ সালে মানুষ এদের বিসর্জন দেবে।' 

    লন্ডন সফরে গিয়ে শিল্প সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি শিল্প গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের মউ সাক্ষর হয়েছে বলে দাবি করা হয়েছে। এনিয়ে কটাক্ষ করে দিলীপ বলেন,'গত ১৫ বছরে উনি যা মউ সাক্ষর করেছেন সেটা একটা বিশ্বরেকর্ড। কটা বিনিয়োগ হয়েছে, সেটা এত কম, সেটাও একটা বিশ্বরেকর্ড। পশ্চিমবঙ্গে কে কত বিনিয়োগ করেছে? বিদ্যুতের দাম ওরা ঠিক করে দেয়। দিল্লিতে এরকম বহু বাঙালি শিল্পপতি আছেন, তাঁরা আমাকে বলেন আপনারা ক্ষমতায় এলে বিনিয়োগ করব। 

    রাজ্যে বিজেপি কি পূর্ণ সময়ের সভাপতি পাবে?

    এনিয়ে দিলীপ বলেন, 'সামনে ২৬ সালের ভোট। বিজেপিতে প্রতি ৩ বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয়। সর্বভারতীয় নেতারা যাদের উপযুক্ত মনে করবেন তাঁদের দায়িত্ব দেবেন। আমাকেও কর্মীরা বলছেন দাদা কবে হবে? আমি অপেক্ষা করতে বলেছি। নমিনেশন পর্ব এখনও শুরু হয়নি। 

    বাংলায় রামনবমীর মিছিলে অন্তত ৪৩ জায়গায় হামলা হতে পারে। বড় আশঙ্কা করল রামনবমী উদযাপন সমিতি। তারা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছে একথা। এনিয়ে দিলীপ বলেন,'৪৩ জায়গায় হামলা হবে বলে আশঙ্কা। মদন মিত্র বলেছেন ৪৩ জায়গার কথা কীভাবে জানা গেল? উনি এই কথা রাজ্যকে জানাচ্ছেন না কেন? আমি বলছি সেদিন মিছিল করুন। শোভাযাত্রা করুন। কোথাও বাধা পেলে থানা ঘেরাও করুন। পুলিশের অধিকার নেই হিন্দু সমাজ কী করবে সেটা ঠিক করে দেওয়ার। আমি থাকব খড়গপুরে। অস্ত্র নিয়ে বেরোব। এটা আমাদের ট্র্যাডিশন। ব্রিটিশ আটকাতে পারেনি। পাঠান আটকাতে পারেনি। এরা চেষ্টা করলে এদের ছুঁড়ে ফেলা হবে।'
  • Link to this news (আজ তক)