নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির পালা থামতেই চড়ছে পারদ। রাজ্যজুড়ে বাড়ছে গরমের দাপট। গত দু’দিনে অনেকটাই বেড়েছে তাপমাত্রা। রোদের তেজ ও তীব্র গরমের জেরে নাজেহাল শহরবাসী। আপাতত শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। আজ, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিনের আকাশ থাকবে পরিষ্কার। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে।