• অর্জুন সিংয়ের বাড়ির সামনে শ্যুটআউট, বোমাবাজিতে তোলপার এলাকা...
    ২৪ ঘন্টা | ২৭ মার্চ ২০২৫
  • বরুন সেনগুপ্ত: ফের অশান্ত জগদ্দল। বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় গুলিবিদ্ধ এক যুবক। আক্রান্ত সাদ্দাম নামে ওই যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে কে বা কারা সাদ্দামকে গুলি মারল, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিস। 

    ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, গুলির আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। তাঁর অভিযোগ, মেঘনা মোড়ের ১৭ নম্বর গলিতে দুই রাউন্ড এবং মেঘনা মিল গেটে আরও পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর অভিযোগ, স্থানীয় কাউন্সিলারের ছেলে নমিত সিং গুলি চালিয়েছে। তাঁর দাবি, পালাতে গিয়ে শিবমন্দির গলিতে ড্রেনের মধ্যে এক যুবক পড়ে গিয়েছিল। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাক্তন সাংসদের অভিযোগ, তাঁর পুরানো বাড়ি ১৬ নম্বর গলিতে দুটি বোমা মারা হয়েছে। একটা বোমা ফেটেছে। আরেকটি বোমা ফাটেনি।

    অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলে গুলি। গুলবিদ্ধ যুবকের নাম সাদ্দাম, ভর্তি হয়েছেন হাসপাতালে। খবর আসছে স্থানীয় জুটমিলে ২ শ্রমিকের বচসার জেরে গুলি। এছাড়াও এলাকায় শ্যুটআউটের করা হয় বলেও অভিযোগ। কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ অর্জুনের। পাল্টা অর্জুনের দলবলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। 

    বুধবার গভীর রাতে তাঁকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। পালটা ধাওয়া করেন অর্জুন সিং ও তাঁর শাগরেদরাও। অর্জুন সিংয়ের দাবি, পুলিসের একেবারে সামনেই দেদার গুলি চালায় অভিযুক্তরা। এমনকী বোমাবাজিও হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়েছে জগদ্দল। যদিও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, নিজে হাতে গুলি চালিয়েছেন অর্জুন। ঘটনাটি ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

    খবর আসছে মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল। খবর পেয়ে সেখানে যান ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে, নমিত সিং। এরপর এই বচসাই চরম আকার ধারণ করে। এলাকায় গুলি চলে বলে অভিযোগ। অর্জুন সিংয়ের দাবি, বুধবার রাতে মজদুর ভবনেই তিনি ছিলেন। আচমকা ২ রাউন্ড গুলির শব্দ পান তিনি। সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসেন তিনি এবং সঙ্গে করে নিয়ে আসেন আরও কয়েকজনকে। এরপর তাঁরা মেঘনা মোড়ের কাছে যান। 

    অর্জুন সিংয়ের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করেই গুলি চালিয়েছে। তারপরই তাঁরা পালটা ধাওয়া করেন। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন ১ যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঘটনাস্থলে যান পুলিস। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

    তৃণমূলের দাবি, পড়ে গিয়ে নমিত সিংয়ের ঘনিষ্ঠ সদ্দাম নামে যুবক চোট পায়নি, সে গুলিবদ্ধ হয়েছে। একই দাবি করেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। 

     

  • Link to this news (২৪ ঘন্টা)