• বারুইপুরে সভার অনুমতি বিজেপিকে
    আনন্দবাজার | ২৭ মার্চ ২০২৫
  • শেষমেশ আদালত থেকেই বারুইপুরে সভার অনুমতি পেল বিজেপি। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, আজ, বৃহস্পতিবার বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বাধিক ১০০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে বারুইপুরে এসপি অফিসের সামনে কর্মসূচি করতে পারবে বিজেপি। সভাস্থলের ৫০০ মিটারের মধ্যে সীমিত সর্বোচ্চ ২৫টি মাইক ব্যবহার করা যাবে। তবে হাসপাতাল চত্বরে মাইক লাগানো যাবে না। বিচারপতি ঘোষের আরও নির্দেশ, এসডিপিও (বারুইপুর) এই কর্মসূচির নজরদারি করবেন এবং প্রয়োজনীয় পুলিশ ও র‌্যাফ মোতায়েন করতে হবে। মামলাকারীদের আইন মেনে ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে করতে হবে কর্মসূচি।

    গত সপ্তাহে বারুইপুরে বিজেপির কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলা হয়েছিল। সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে মামলা দায়ের করেছেন শুভেন্দু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এ দিন সেই মামলারও শুনানি ছিল। সেই মামলায় রাজ্যকে ওই হাঙ্গামার ভিডিয়ো জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। আজ, এই মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে আদালতের খবর।
  • Link to this news (আনন্দবাজার)