• কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ভোটের আর্জি, আবেদনে সাড়া দিল না হাইকোর্ট
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • আদালতের নির্দেশে কাঁথি সমবায় ব্যাঙ্কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে। সেই দৃষ্টান্তকে সামনে রেখে কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। তবে সেই আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, এর আগে সুপ্রিম কোর্ট যে কারণে কাঁথির অন্য একটি সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়েছিল, এখানে সেই যুক্তি কার্যকর হবে না। আবেদনকারীকে সিঙ্গল বেঞ্চে আবেদন করার পরামর্শ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

    শনিবার কাঁথির ওই কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোট। সূত্রের খবর, ৭৮টি আসনের মধ্যে ১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কিন্তু ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে যান কাঁথিরই এক বাসিন্দা। গত মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পেশায় আইনজীবী ওই মামলাকারী।

    মামলাকারীর বক্তব্য ছিল, কাঁথি সমবায় ব্যাঙ্কের মতোই কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোটে বহু বুথ স্পর্শকাতর। অন্তত ৫৮ হাজার ভোটার রয়েছে। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আবেদন করেন মামলাকারী।

    এর আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সমবায় ব্যাঙ্কের ভোট দেখেছে রাজ্য। যদিও শুভেন্দু অধিকারীর গড়ে সেই ভোটে বিপুল ভাবে জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরাই। সেই ভোটের তিন মাস পার হতে না হতেই আরও একটি ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি উঠল। মামলাকারী এ বার সিঙ্গল বেঞ্চে যান কি না, নজর সেই দিকেই।

  • Link to this news (এই সময়)