• ফের আক্রান্ত পুলিশ, যুবকের দেহ উদ্ধারে গিয়ে আহত ডিসিপি, ধুন্ধুমার পাণ্ডবেশ্বরে
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • ফের রাজ্যে আক্রান্ত পুলিশ। এ বার দুর্গাপুরের পাণ্ডবেশ্বর। বৃহস্পতিবার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুলকালাম পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে। প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে অভিযোগ। সেই দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এলাকার লোকজনের ছোড়া পাথরের আঘাতে আহত হন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা-সহ বেশ কয়েক জন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, সম্পর্কের টানাপোড়েনে মৃত্যু হয় ওই যুবকের। এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও ওঠে। বৃহস্পতিবার ভোরে কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে পাশের বাউড়ি পাড়ার এক যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    অভিযোগ ওঠে, বাড়ির লোকজনকে না জানিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। একই সঙ্গে এই ঘটনায় আরও একটি অভিযোগ উঠছে, বুধবার রাতে লুকিয়ে ওই যুবক ওই মহিলার সঙ্গে দেখা করতে যান। তা মহিলার স্বামী দেখে ফেলেন। ঘরের ভিতর আটকে রাখেন ওই যুবককে। সেই রাতেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর।

    এই খবর সামনে আসতেই এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাড়ি, দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা-সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে খবর। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে আরও পুলিশ আসে। বেশ কয়েকজনকে আটক করা হয়।

  • Link to this news (এই সময়)