• বারুইপুরে আজ শর্তসাপেক্ষে বিজেপিকে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • এই সময়: গত সপ্তাহে প্রয়োজনীয় সব রকম অনুমতি নিয়ে মিছিল করতে গিয়ে তাদের হেনস্থার মুখে পড়তে হয়েছিল। এবং যেখানে গোলমাল হয়েছিল, আজ, বৃহস্পতিবার সেই বারুইপুরেই পুলিশ সুপারের অফিসের কাছে সভা করার পরিকল্পনা। এই দু’টি বিষয়ে ফয়সালা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

    বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দু’টি মামলার শুনানি হয়। আজ, বারুইপুরে বিজেপির সভার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। অন্য দিকে, গত ১৯ মার্চ বারুইপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী–সহ বিজেপি বিধায়কদের গাড়িতে যারা হামলা চালিয়েছিল, ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করে আজ, বৃহস্পতিবার পুলিশকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।

    গত সপ্তাহের মিছিলে হামলার মামলায় শুনানিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর তরফে আইনজীবী বাঁশুরী স্বরাজ হাইকোর্টে জানান, বারুইপুরে মিছিলের অনুমতি ছিল। তা সত্ত্বেও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়, গাড়ি ভাঙচুর করা হয়।

    পুলিশকে ভিডিয়ো ফুটেজ দেওয়া হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে বাঁশুরী অভিযোগ করেন। রাজ্য সরকারের কৌঁসুলি শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের কাছে অভিযোগ জানিয়ে গত রবিবার একটা ই–মেল এসেছে। কিন্তু কোনও ভিডিয়ো ফুটেজ দেওয়া হয়নি। শীর্ষ পুলিশ আধিকারিকরা সে দিন ঘটনাস্থলে ছিলেন। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তাও ছিল। যে অভিযোগ জানানো হয়েছে, তেমন কোনও ঘটনার কথা সে দিন জানা যায়নি।’

    এ দিন বিজেপির তরফে আদালতের কাছে পেন ড্রাইভে সেভ করা ভিডিয়ো ফুটেজ দেওয়া হলে বিচারপতি সেই পেন ডাইভ পুলিশকে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।

    হাইকোর্ট জানিয়েছে, আজ, বৃহস্পতিবার হাজার খানেক সমর্থক নিয়ে বারুইপুরে পুলিশ সুপারের অফিসের কাছে সভা করতে পারবে বিজেপি। তবে দুপুর ২টো থেকে ৫টার মধ্যে সভা করতে হবে। আদালতের আরও নির্দেশ— সভায় মানতে হবে শব্দ ও পরিবেশ সংক্রান্ত যাবতীয় বিধি।

  • Link to this news (এই সময়)