• বাইকে ধাক্কা ক্যানিং লোকালের, প্রায় ৪০ মিনিট ব্যাহত ট্রেন চলাচল
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • দুর্ঘটনার কবলে সকাল ১০টা ৫৮ মিনিটের ক্যানিং লোকাল। জানা গিয়েছে, বৃহস্পতিবার লাইনের উপরে একটি বাইক ফেলে পালিয়ে যান এক যুবক। সেই বাইকেই সজোরে ধাক্কা দেয় ট্রেনটি। এর পরেই ট্রেনটি থেমে যায়। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট লাইনে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন রেল আধিকারিকরা। ট্রেন পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হয়। এখন অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে।

    ঠিক কী ঘটেছিল?

    রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে বাইক নিয়ে লাইনের উপর দিয়ে পারাপার করছিল। সেই সময়ে ডাউন ক্যানিং লোকাল সোনারপুর ছেড়ে ক্যানিং-এর দিকে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে ট্র্যাকের উপরে বাইক ফেলে পালিয়ে যান ওই যুবক। এর পর চলন্ত ট্রেন এসে ধাক্কা দেয় বাইকে। ট্রেনটি থমকে যায়।

    খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিষেবা।

  • Link to this news (এই সময়)