• ‘কন্টেনার নয়, মাথার উপর পাকাপাকি ছাদের ব্যবস্থা করে দিন’, আর্জি বেলগাছিয়ার ভাগাড় এলাকার বাসিন্দাদের
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • বেলগাছিয়ার ভাগাড় এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দিল জেলা প্রশাসন। এ দিন এক অনুষ্ঠানের আয়োজন করে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপ প্রিয়া, শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। বেলগাছিয়া সুরেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলে এই চেক দেওয়ার কর্মসূচি চলে। জেলাশাসক জানান, বৃহস্পতিবার ১১৩ টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। ৬০টি পরিবারকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকার চেক। তাঁদের ক্ষতি বেশি হয়েছে। তুলনামূলক কম ক্ষতি হয়েছে এ রকম ৫৩টি পরিবার পেয়েছেন ১০ হাজার টাকা।তায় ভুগবেন। তবে আমি বলব, সব সময় পাশে আছি। মুখ্যমন্ত্রীও সঙ্গে আছেন।’

    এ দিন বিধায়ককে সামনে পেয়ে পুনর্বাসনের প্রাথমিক আশ্রয় হিসেবে কন্টেনারে থাকা নিয়ে আপত্তি জানান এলাকার লোকজন। এ প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, ‘তাঁরা মাথার উপর পাকাপাকি ছাদের কথা বলেছেন। কন্টেনারে মানুষ যে থাকতে চাইবেন না, এটাই স্বাভাবিক। আপাতত সুরেন্দ্রনাথ স্কুলে থাকার জন্য বলা হয়েছে। আশা করি তাঁরা আমাকে ফেরাবেন না। বিকেলের মধ্যে সেখানে চলে যাবেন। যাঁদের এই বিপদ হয়েছে, তাঁরা সব সময়ই নিরাপত্তাহীন

    জানা গিয়েছে, দাসনগর ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে কন্টেনারগুলিকে কলকাতার খিদিরপুর থেকে হাওড়ার বেলগাছিয়ায় নিয়ে যাওয়া হয়। কন্টেনারে ১২ থেকে ১৫ জন করে থাকতে পারবেন। কন্টেনারগুলিতে দরজা এবং জানলা করা হয়েছে। কিন্তু তাতে থাকতে নারাজ এলাকার লোকজন। তাঁরা মাথার উপর স্থায়ী ছাদ চান।

    জেলাশাসক পি দীপাপ প্রিয়া জানান, সয়েল টেস্টিং শুরু হয়েছে। মাটির সহন ক্ষমতা কতটা, এই রিপোর্ট এলে তা বোঝা যাবে। রিপোর্ট পেতে ১০ দিন মতো সময় লাগবে। তার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে।

  • Link to this news (এই সময়)