• দিঘায় জগন্নাথ মন্দির, অদূরেই হচ্ছে আরও এক ভক্তি-ধাম, আধ্যাত্মিক পর্যটনের আধার হয়ে উঠছে উপকূলের জেলা
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • আগামী মাসেই দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। তার আগে কাঁথিতে উদ্বোধন হচ্ছে বিশাল চৈতন্য মন্দিরের। পুরাণের পাতায় জগন্নাথ-চৈতন্য সংযোগ উঠে এসেছে বার বার। পূর্ব মেদিনীপুর জেলায় এ বার এক দিকে যেমন জগন্নাথ মন্দির, তেমনই হচ্ছে চৈতন্য মন্দিরও। দিঘার অদূরে কাঁথিতে উদ্বোধন হচ্ছে এই সুবিশাল চৈতন্য মন্দিরের। কাঁথির ঐতিহ্যবাহী ১২৫ বছরের পুরোনো হরিসভার পাশে গড়ে উঠেছে এই মন্দির।

    অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। জগন্নাথক্ষেত্রে ইতিমধ্যেই তৈরি হচ্ছে চৈতন্যদ্বার। যার গায়ে লেখা থাকবে, চৈতন্য দেবের বিভিন্ন বাণী, কাহিনী। এরই মধ্যে কাঁথিতে চৈতন্য মন্দির। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা চৈতন্য মহাপ্রভু ছিলেন জগন্নাথেরও ভক্ত। শেষ জীবন তিনি পুরীতেই কাটিয়েছিলেন। কাঁথির মন্দিরের উদ্যোক্তাদের দাবি, ভারতবর্ষে চৈতন্য দেবের স্থায়ী মন্দির খুবই কম। এই মন্দির পর্যটকদেরও খুবই ভালো লাগবে।

    দিঘা থেকে মেরিন ড্রাইভ হয়ে মোটামুটি ৩২ কিলোমিটার পথ পার করেই কাঁথির এই মন্দিরে যেতে পারবেন পর্যটকরা। অনেক জানা-অজানা তথ্য, কাহিনী অবলম্বনে সাজিয়ে তোলা হবে কাঁথির চৈতন্যদেবের মন্দির। উদ্যোক্তারা জানাচ্ছেন, সারা বছর ধরে চৈতন্যদেবের নিত্যপুজো হবে। নানা সমাজসেবামূলক কাজও করবেন তাঁরা।

    দিঘা, তাজপুর, মন্দারমণি, কাঁথিকে এক সুতোয় বাঁধতে দিঘার সমুদ্র সৈকত জুড়ে ঝাঁ চকচকে রাস্তা তৈরি করেছে রাজ্য সরকার। ধীরে ধীরে উপকূলের এই জেলা আধ্যাত্মিক পর্যটনের কেন্দ্রও হয়ে উঠছে।

    মন্দির পরিচালন কমিটির অন্যতম সদস্য চিন্তামণি মণ্ডল জানান, চৈতন্য মহাপ্রভুর অনেক ভক্ত। জেলায় জগন্নাথ মন্দির হচ্ছে, তাই মহাপ্রভুর মন্দিরের পরিকল্পনা। এই মন্দির ঘিরেও ভক্তদের ঢল নামবে বলে আশাবাদী তাঁরা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে এই মন্দিরের।

  • Link to this news (এই সময়)