পাইকারি মার্কেটে রাজ্যের ড্রাগ কন্ট্রোল হানা, বাজেয়াপ্ত কুড়ি লক্ষ টাকার জাল এবং নিম্নমানের ওষুধ...
আজকাল | ২৭ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গতকাল রাজ্যে ড্রাগ কন্ট্রোল কমিটি কলকাতা বাগরি মার্কেট মেহতা বিল্ডিং সহ একাধিক হোলসেল মার্কেটে হানা দিয়ে সাময়িকভাবে কুড়ি লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয় এবং কোয়ালিটি টেস্টের জন্য পাঠানো হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় অতর্কিত অভিযান চালিয়ে রাজ্যের ড্রাগ কন্ট্রোল কমিটি হানা দেয় আর তারপরেই এ ধরনের ঘটনা সামনে আসে।
উল্লেখ্য, পূর্বেই সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অভিযান চালিয়ে ভবানীপুর থেকে ৬ কোটি ৬০ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার রাজ্য অভিযান চালিয়ে কুড়ি লক্ষ টাকার জাল ওষুধ সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে। একই সাথে আমতায় রাজ্য সরকারের ড্রাগ কন্ট্রোল বোর্ডের টিম অভিযান চালিয়ে সেখানেও একাধিক গোডাউন থেকে কয়েক লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। ভবানীপুর থেকে আমতা অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রায় ২০ লক্ষ টাকার জাল ও নিম্নমানের ওষুধ। মূলত রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের ছয়টি টিম কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দেয়।
রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, ছয়টি টিম তৈরি করা হয়েছিল, প্রথমে তাঁদের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে কিউবার কোড বা বারকোডের স্ক্যান করে জাল ওষুধ চিহ্নিত করা যাবে। এরপর তাঁদের টিম নিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং তারপর সাময়িকভাবে বাজেয়াপ্ত করে কুড়ি লক্ষ টাকার জাল ও নিম্নমানের ওষুধ। তাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে। রাজ্যের ড্রাগ কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে এবং কোনরকম জাল ওষুধ বা নিম্নমানের ওষুধ ধরা পড়লেই তা বাজেয়াপ্ত করা হবে, প্রয়োজনে ভেন্ডারকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে।