• ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক-জেলা প্রশাসন, ভাগাড় ধসে আর্থিক সাহায্য...
    আজকাল | ২৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে জলের পাইপ লাইন ফেটে বিপত্তি। এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিধায়ক মনোজ তিওয়ারি, পাশে দাঁড়াল জেলা প্রশাসন। আর্থিক সাহায্য ক্ষতিগ্রস্তদের।  বৃহস্পতিবার বিধায়ক মনোজ তিওয়ারি, বিধায়ক তাহবিল থেকে এলাকার উন্নয়নে ১০লক্ষ টাকা দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আংশিক ক্ষতিগ্রস্তদের পরিবারগুলিকে ১০ হাজার এবং অধিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ১৫হাজার দেওয়া হয়েছে। 

    বৃহস্পতিবার বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপর্যয় ঘটে। এর জেরে প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে একটি বড় পাঁচিল। মূলত, মাটির তলায় ধসের জেরে জলের পাইপলাইন ফেটে গোটা এলাকা ভেসে যায়। জল ঢুকে পড়ে ঘরেও। 

    পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার থেকেই ধাপে ধাপে আবর্জনা সরানো হচ্ছে অন্যত্র। এই ধনের ঘটনায় প্রায় আড়াইশো পরিবার গৃহহীন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ঘর ছাড়াদের তৈরি করে দিতে হবে পাকাবাড়ি। 

    অন্যদিকে বুধবার বেলগাছিয়ার আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনা হাওড়ার আরুপাড়ায়। বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছা আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সেই মতো বুধবার সকাল থেকে আবর্জনা ভর্তি ডাম্পার ওই এলাকায় পৌঁছতেই ছড়ায় উত্তেজনা। এলাকাবাসীরা ওই জায়গায় আবর্জনা ফেলতে দিতে নারাজ। বিক্ষোভে আটকে পড়ে ৩০ থেকে ৪০টি জঞ্জাল ভর্তি লরি।বুধবার সকাল থেকেই আরুপাড়ায় জঞ্জাল ও আবর্জনা ফেলতে লরি আসছিল। কিন্তু যে জায়গায় ফেলা হচ্ছিল তা জনবহুল এলাকা। এখানে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। কলকাতা পুলিশের ট্রেনিং সেন্টার রয়েছে। এমন একটি জায়গায় যদি আবর্জনা ফেলা হয় এলাকায় দুর্গন্ধ ছড়াবে। এলাকার পরিবেশের ক্ষতি হবে। তাঁদের আরও অভিযোগ, বেলগাছিয়া ভাগাড়ের ৮০টি লরি আবর্জনা এখানে ফেলা হলে এলাকায় গন্ধে টেকা দায় হয়ে উঠবে৷ এই কারণেই রাস্তা আটকে দেওয়া হয়। আবর্জনা নিয়ে যাতে লরি বা ডাম্পার এলাকায় প্রবেশ করতে যাতে না পারে।
  • Link to this news (আজকাল)