পাণ্ডবেশ্বরে যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা, লাঠিচার্জ, আক্রান্ত পুলিশ
আজ তক | ২৭ মার্চ ২০২৫
পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে বৃহস্পতিবার সকালে এক দম্পতির বাড়ি থেকে ২২ বছর বয়সী যুবক পল্লব বাউড়ির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, ওই যুবকের প্রতিবেশী এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, যা তার মৃত্যুর কারণ হতে পারে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আশেপাশের থানা থেকে অতিরিক্ত বাহিনী ডেকে পাঠায়।
এদিকে যুবকের মৃত্যু হল কী করে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। বুধবার রাতে যুবক চুপিসারে ওই মহিলার বাড়ি যান। অভিযোগ, মহিলার স্বামী বিষয়টি দেখে ফেলে ওই যুবককে আটকে রাখেন ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যুবকের রহস্যমৃত্যুতে একাধিক প্রশ্ন উঠতে। তদন্তে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার হওয়া বাড়ির দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।