৫ টাকায় পেট ভরে খাওয়া, মমতার 'মা' ক্যান্টিনের মতো দিল্লিতে BJP-র 'অটল ক্যান্টিন'
আজ তক | ২৭ মার্চ ২০২৫
রাজ্যের বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন রয়েছে। যেখানে পুষ্টিকর খাবার মেলে মাত্র ৫ টাকায়। দেওয়া হয় ভাত, ডাল, ডিমসেদ্ধ ইত্যাদি। বহু অভাবি মানুষের ভরসা ওই ক্যান্টিনগুলি। এবার দিল্লি সরকার সম্প্রতি বাজেটে 'অটল ক্যান্টিন' খোলার ঘোষণা করেছে, যেখানে মাত্র ৫ টাকায় সাশ্রয়ী মূল্যের গরম, রান্না করা খাবার পরিবেশন করা হবে। এই উদ্যোগটি তামিলনাড়ুর 'আম্মা ক্যান্টিন'-এর অনুকরণে নেওয়া হয়েছে, যা সস্তার খাবারের জন্য সুপরিচিত।
অটল ক্যান্টিনের মূল বৈশিষ্ট্য:
প্রাথমিকভাবে দিল্লির বস্তি এলাকায় ১০০টি ক্যান্টিন খোলা করা হবে।
বাজেট বরাদ্দ: এই প্রকল্পের জন্য সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
মূল্য নির্ধারণ: প্রতিটি খাবারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা, যা ন্যূনতম মেট্রো ভাড়ার চেয়েও কম।
উদ্যোগের লক্ষ্য:
এই ক্যান্টিনগুলির মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং পুষ্টির মান উন্নত করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রকল্পটি চালু করা হচ্ছে।
পূর্বের সাদৃশ্যপূর্ণ উদ্যোগসমূহ:তামিলনাড়ু: ২০১৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার নেতৃত্বে 'আম্মা ক্যান্টিন' চালু হয়, যেখানে ১ টাকায় ইডলি, ৩ টাকায় দই ভাত এবং ৫ টাকায় সাম্বার ভাত পাওয়া যায়। বর্তমানে সেখানে ৪০০টিরও বেশি ক্যান্টিন রয়েছে।
অন্ধ্র প্রদেশ: ২০১৬ সালে চন্দ্রবাবু নাইডুর সরকার 'আন্না ক্যান্টিন' চালু করে, যেখানে প্রতিদিন তিনবার ৫ টাকায় খাবার সরবরাহ করা হয়।
কর্ণাটক: ২০১৭ সালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার বেঙ্গালুরুতে 'ইন্দিরা ক্যান্টিন' চালু করে, যেখানে সকালের জলখাবারে ৫ টাকায় পোঙ্গাল বা সবজি পোলাও এবং দুপুর ও রাতের খাবারে ১০ টাকায় ভাত, সাম্বার, সবজি ও দই পরিবেশন করা হয়।