• ৪ জেলায় উষ্ণতম দিনের সতর্কতা চলতি সপ্তাহেই, কত ডিগ্রি হবে?
    আজ তক | ২৭ মার্চ ২০২৫
  • রাজ্যে গ্রীষ্মের দাপট ক্রমশ বাড়ছে। হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গেও একই অবস্থা, শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে ২৮ ও ২৯ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রাজ্যের পশ্চিমাঞ্চলে উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি হয়েছে।

    দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী, পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রির আশঙ্কা
    আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম) তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির ঘরে। বিশেষজ্ঞদের মতে, আগামী তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

    আর্দ্রতা কম, তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও অস্বস্তির গরম
    বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকায় আপাতত তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। তবে, শুকনো গরমে অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গে অন্তত পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

    উত্তরবঙ্গে সামান্য স্বস্তি, দার্জিলিং-কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
    দক্ষিণবঙ্গ যখন প্রখর রোদের তাপে পুড়বে, তখন উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক থাকবে। আগামী ২৮ ও ২৯ তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

    অন্যান্য রাজ্যে তাপপ্রবাহ ও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা
    দেশের অন্যান্য রাজ্যে তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওড়িশা, তামিলনাডু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, উত্তর ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। সেখানে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

     
  • Link to this news (আজ তক)