জলপাইগুড়ির নাগরাকাটায় বনদপ্তরের খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ
বর্তমান | ২৭ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ির: বেশ কয়েকদিন ধরেই এলাকায় উৎপাত করছিল একটি চিতাবাঘ। সন্ধ্যা হলেই এলাকায় ঢুকে গবাদি পশুর উপর আক্রমণ চালাত। আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীদের। সন্ধ্যা নামলেই বাড়ির বাইরে কেউ পা রাখত না। খবর দেওয়া হয়েছিল বনকর্মীদের। তারপরেই ওই চিতাবাঘটিকে ধরতে খাঁচা পাতা শুরু করে বনদপ্তর। অবশেষে আজ, বৃহস্পতিবার সকালে পেতে রাখা খাঁচায় বন্দি হয়েছে চিতাবাঘটি। ঘটনাটি জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ নাগরাকাটা ব্লকের কাঠালধুরা চা বাগানে বনদপ্তরের পেতে রাখা খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। তারপরেই সেটিকে উদ্ধার করে নিয়ে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। গত দু’দিন ধরেই ওই চা বাগানের ১৬ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বনকর্মীরা। আজ, বৃহস্পতিবার সকালে সেই টোপ খেতে এসেই খাঁচায় আটকে পড়ে চিতাবাঘটি। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গোরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে। জানা গিয়েছে, চিতাবাঘটি পূর্ণবয়স্ক ও পুরুষ।
Link to this news (বর্তমান)