• শ্বশুরবাড়ি থেকে বিক্রি হত নিষিদ্ধ জিনিস, প্রতিবাদ করতেই গৃহবধূকে...
    ২৪ ঘন্টা | ২৭ মার্চ ২০২৫
  • প্রসেনজিত্ সরদার: শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ। তাঁকে উদ্ধার করতে গেলে উদ্ধারকারীদেরকে ও বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো আক্রান্ত বধূর স্বামীর বিরুদ্ধে। বর্তমানে আক্রান্ত ওই বধু আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয় সুত্রে জানা গিয়েছে,জীবনতলা থানার অন্তর্গত আঠারোবাঁকি পঞ্চায়েতের দাহারানি গ্রামের সাইফুল সরদার এর সাথে গত ভাদ্র মাসে বিয়ে হয় বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের কলতলার কারিমার সঙ্গে। অভিযোগ, কারিমার শ্বশুর খয়রুল, শাশুড়ি মেহেরুন ও স্বামী সাইফুল বেআইনি গাঁজা, ব্যবসা করে। প্রতিদিনই বাড়িতে বহিরাগতদের আনাগোনা। বিয়ের পর বধু কারিমা এসবের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে ওঠেন। প্রতিবাদ করলেই প্রতিনিয়ত অত্যাচারের সম্মুখীন হতে হতো কারিমাকে বলে অভিযোগ ।

    শ্বশুর,শাশুড়ি ও স্বামী বেধড়ক মারধর ও শারীরিক নির্যাতন করতো বলে অভিযোগ। সম্প্রতি বাড়িতে ফের বহিরাগতদের আনাগোনা দেখে প্রতিবাদ করেন ওই বধূ। অভিযোগ প্রতিবাদ করতেই বধুর শ্বশুর,শাশুড়ি ও স্বামী লাঠি,বাঁশ দিয়ে বধূকে বেধড়ক মারধর করে। শুধু মারধর করে ক্ষান্ত হয়নি শ্বশুর বাড়ির লোকজন। অভিযোগ ওই বধূর স্বামী সাইফুল বধুকে গলা টিপে মেরে ফেলার জন্য উদ্যত হয় বলে অভিযোগ । পাশাপাশি বিদ্যুৎবাহী তার নিয়ে বধুর শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেয় বলে অভিযোগ।ঘটনার পর ওই বধু যন্ত্রণায় কাৎরাতে থাকে।

    এমন খবর পেয়ে পরে আক্রান্ত বধুর বাপের বাড়ির লোকজন দাহারানি গ্রামে হাজীর হয়। সেখানে আক্রান্ত বধুকে উদ্ধার করতে গেলে ঐ পরিবার  লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বধুর বাপের বাড়ির লোকজন আক্রান্ত হওয়া স্বত্বেও জখম বধু কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার। ’

  • Link to this news (২৪ ঘন্টা)