‘আপনারা কবে ছাত্রভোট করবেন সেটা ঠিক করে জানান’, সময় বাঁধল কলকাতা হাইকোর্ট
হিন্দুস্তান টাইমস | ২৭ মার্চ ২০২৫
রাজ্যের কলেজগুলিতে আজ দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। রাজ্যের প্রত্যেক কলেজের নির্বাচন নিয়ে উচ্চশিক্ষা দফতর কবে পদক্ষেপ করবে? প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। কলেজ নির্বাচন নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানতে চাইল, নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কী? আদালতের এই বিষয়ে পর্যবেক্ষণ, নির্বাচন না হলে ছাত্রদের একটা ক্ষোভ তৈরি হয়।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট কবে হবে? এই প্রশ্ন তুলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা করা হয় বলে অভিযোগ। তা নিয়ে রাজ্য–রাজনীতিতে জোর শোরগোল পড়ে যায়। এবার এই ছাত্রভোট নিয়ে কী ভাবনাচিন্তা রয়েছে সেটা নিয়ে এবার হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দফতরের থেকে হলফনামা তলব করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ছাত্রভোট নিয়ে রাজ্যের অবস্থান আগামী দু’সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ, ছাত্র ভোটের প্রক্রিয়া নিয়ে কী পদক্ষেপ করা হবে সেটা আদালতকে জানাতে হবে।
এদিকে ২০১৩ সাল থেকে রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ আছে। ছাত্র সংসদ নির্বাচন না করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নিজের রাজত্ব চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ তোলা হচ্ছে। এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলার শুনানিতেই আজ রাজ্যের আর্জি খারিজ করে অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিয়েছে উচ্চ ন্যায়ালয়। মামলাকারী আইনজীবী উদয় চট্টোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে আজ সওয়াল করেন, রাজ্যের অন্য কোনও নির্বাচন বন্ধ হয় না। কিন্তু সমস্যা হয় কলেজের নির্বাচন করতে। লিংডো কমিশন অনুযায়ী ছাত্র নির্বাচন করতে হবে।
অন্যদিকে আদালত সূত্রে খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উলটে নির্দেশ দেন প্রধান বিচারপতি, তিন মাস নয়, তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে স্পষ্ট করতে হবে তারা কখন কেমন করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করবে। প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের একটা অবস্থান নিতে হবে। নির্বাচন না হলে ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। এই ধরণের মামলায় সবসময় আপনারা সময় চান। ভোটার তালিকা তৈরি হয়ে গেলে সেই আদালতে সবাই আসেন। আপনারা কবে নির্বাচন করবেন সেটা ঠিক করে জানান। রাজ্যের রুল অনুযায়ী প্রত্যেক দু’বছর অন্তর নির্বাচন করতে হবে।’