পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নষ্ট করা হয়েছিল প্রাথমিকের OMR শিট। পার্থর জামিনের মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে একথা জানাল সিবিআই। এই প্রথম প্রকাশ্যে এই তথ্য স্বীকার করলেন সিবিআইয়ের আইনজীবী। আর তার পরই ফের তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে বাম - বিজেপি। তাদের দাবি, পার্থর একার সিদ্ধান্তে এই কাজ সম্ভব নয়। এর পিছনে রয়েছে আরও বড় মাথা। তাদের খুঁজে বার করতে হবে।
এদিন আদালতে সিবিআই বলে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই ওএমআর শিট নষ্ট করা হয়েছিল। সাক্ষীদের জেরা করে তদন্তকারীরা এই তথ্য পেয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ই এই দুর্নীতির মাস্টারমাইন্ড। ফলে তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হবে।
২০১৬ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার OMR শিট নষ্ট করে ফেলার অভিযোগ ওঠে প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। এর ফলে প্রকৃত যোগ্য কারা আর অযোগ্যই বা কারা তা পৃথকীকরণ প্রায় সম্ভব হয়ে গিয়েছে আদালতের কাছে। এর জেরে চাকরি হারাতে পারেন ওই নিয়োগপ্রক্রিয়ার মাধ্যম চাকরি পাওয়া প্রত্যেকেই।
এদিন আদালতে সিবিআইয়ের মন্তব্যের পর বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষামন্ত্রী তো মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করে। তাঁকে না জানিয়ে কি এত বড় দুর্নীতি সম্ভব। সিবিআই দেখছি হঠাৎ করে আবার তৎপর হয়েছে। আমরা চাই যাবতী লুকোচুরি বন্ধ করে সিবিআই মাথা পর্যন্ত পৌঁছক।’