• কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না, কাঁথি ব্যাঙ্কের নির্বাচনে স্পষ্ট হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ২৭ মার্চ ২০২৫
  • কাঁথি কো–অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন রয়েছে সামনেই। আর এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। কারণ সেটা না হলে গোলমাল হতে পারে। এমন আশঙ্কার কথা তুলে কন্টাই সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। আজ, বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। আর সেখানেই এমন আর্জি জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আবেদন ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুতরাং পিছু হঠতে হল মামলাকারীকে।

    এই কন্টাই কো–অপারেটিভ ব্যাঙ্কে বিস্তর অভিযোগ আছে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এই ব্যাঙ্কের কর্তা ছিলেন। তখন অনেক টাকা নয়ছয় হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। আর এবার সেখানেই নির্বাচন হবে। সুতরাং কন্টাই সমবায় ব্যাঙ্ক সামনে থাকলেও মূল লড়াই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যে। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করা হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ আজ এই বিষয়ে জানিয়েছেন, এই মামলা জনস্বার্থ যোগ্য নয়। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়নের আবেদন মঞ্জুর করা যাবে না। তবে কেন্দ্রীয় বাহিনী বা নিরাপত্তা চাইলে একক বেঞ্চে আবেদন জানাতে পারেন মামলাকারী বলেও জানিয়ে দিয়েছে উচ্চ ন্যায়ালয়।


    এই কেন্দ্রীয বাহিনী মোতায়েনের ক্ষেত্রে যিনি আবেদন করেছেন, তিনি ওই সমবায় ব্যাঙ্কের সদস্য এবং বিজেপির ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। তাই তাঁর আশঙ্কা, এই নির্বাচনে ব্যাপক গোলমাল হতে পারে। তাই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। মামলাকারী ব্যক্তির নিশানায় মূলত আছে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরাই। তাই যদি অশান্তি হয় তখন তা রুখতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানো উচিত বলেই যুক্তি ছিল মামলাকারীর। আগামী শনিবার এই সমবায় ব্যাঙ্কের ভোট আছে। তার আগে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিল যে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে না।

    কাঁথির এই সমবায় ব্যাঙ্কের ভোটকে সামনে রেখে গোলমাল হবে ধরে নেওয়া হচ্ছে। যদিও এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। শাসকদলের পক্ষ থেকে বলা হচ্ছে, যাঁরা হারবে তাঁরাই চিন্তিত। তৃণমূল কংগ্রেস জিতবে। তাই এসবের দরকার নেই। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এক সমবায় ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এমনকী ভোট কেন্দ্রে সিসিটিভি বসানোর নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছিল। পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। সব ভোট কেন্দ্রের ২০০ মিটার এলাকা জুড়ে ছিল ১৪৪ ধারা। তার সঙ্গে ছিল কমপক্ষে ৩০০ সিসিটিভি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)