খেলতে খেলতে কাপড় আর তুলো দিয়ে তৈরি পুতুল গিলে ফেলেছিল ‘হরিপ্রসাদ’। তার পরেই নেতিয়ে পড়ে সে। শিৎজ়ু (ShihTzu) প্রজাতির কুকুর হরিপ্রসাদের অভিভাবক ভয়ানক দুশ্চিন্তায় ছিলেন। চিকিৎসার আধুনিক পদ্ধতিতে পুতুলটিকে কুকুরটির পেট থেকে বের করে প্রাণ বাঁচাল সল্টলেকের অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব। পূর্ব ভারতে প্রথম এই চিকিৎসা পদ্ধতির প্রয়োগ করা হলো, দাবি কর্তৃপক্ষের।
জানা গিয়েছে, আধুনিক সরঞ্জামের মাধ্যমে কোনওরকম অস্ত্রোপচার ছাড়াই পুতুলটিকে কুকুরের শরীর থেকে বের করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে মাত্র ১৫ মিনিটে। প্যাথলজি ল্যাবে ডঃ এস মণ্ডলের নেতৃত্বে অসাধ্য সাধন করে দেখিয়েছেন পশু চিকিৎসকরা।
ডঃ মণ্ডল বলেন, ‘এই ধরনের ছোট কুকুরগুলি প্রায়ই কোনও না কোনও জিনিস গিলে ফেলে। তা পাকস্থলী বা অন্ত্রে (Intestine) চলে যায়। ফলে কুকুর অনবরত বমি করে। তার পায়খানা বন্ধ হয়ে যায়। প্রাণহানিরও আশঙ্কা থাকে।’ তাঁর কথায়, সাধারণত ‘এক্সপ্লোরেটরি ল্যাপেরোটমি’-র মাধ্যমে অবাঞ্ছিত বস্তুকে পেট থেকে বের করা হয়। এক্সরে করে বস্তুটির অবস্থান জানা হয়। পাকস্থলী বা অন্ত্রে জিনিসটি থাকলে অস্ত্রোপচার করে সেটিকে বের করা হয়। তবে এই অস্ত্রোপচারে বেশ ঝুঁকি থাকে।
হরিপ্রসাদের ক্ষেত্রে বস্তুটি পাকস্থলীতে আটকে ছিল। এ ক্ষেত্রে পাকস্থলী না কেটে ‘Endoscopy Guided Gastric Foreign Body Removal’ পদ্ধতিতে বস্তুটিকে ১৫ মিনিটের মধ্যে বের করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে কুকুরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। চিকিৎসকেরা জানান, মানব শিশু কয়েন গিলে ফেললেও এই পদ্ধতিতে সেটিকে বের করে আনা সম্ভব।
চিকিৎসক বলেন, ‘আমরা যদি এই পদ্ধতিটিকে ভবিষ্যতে কাজে লাগাই, তা হলে খুবই উপযোগী হবে। কুকুরদের ক্ষেত্রে এটা বড় সমস্যা যে, মাঝেমধ্যেই কোনও বস্তু ওরা খেয়ে ফেলে। সেক্ষেত্রে কোনওরকম কাটাছেঁড়া ছাড়াই এই পদ্ধতিতে অস্ত্রোপচার তাকে সারিয়ে তুলবে।’