জন্মদিনের কেক কাটার নাম করে মাঝ নদী থেকে ৫ বছরের ভাইকে ধাক্কা দেওয়ার অভিযোগ। গত শনিবার নদিয়ায় ঘটে যাওয়া এই ঘটনায় মূল অভিযুক্ত সৎ দাদা সুমন দত্তকে বুধবার রাতে গ্রেপ্তার করল পুলিশ। এর আগেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃতের বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাতে জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করে নবদ্বীপ ব্লকের চর মাঝদিয়া ব্রহ্মনগরের কপালী পাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরোয় সৎ দাদা সুমন দত্ত। ভাইকে সে নবদ্বীপ নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু নৌকা নবদ্বীপ বড়ালঘাটে আসার মুখেই সুমন দত্ত তার সৎ ভাইকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। অন্তত অভিযোগ ছিল এমনই। ঘটনার তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ।
পুলিশ তদন্তে প্রথমে মূল অভিযুক্ত সুমন দত্তের বাবা মোহন দত্তকে গ্রেপ্তার করে। বুধবার রাতে পুলিশের জালে ধরা পড়ে ১৯ বছরের সুমনও। নবদ্বীপ থানার আইসি জলেস্বর তেওয়ারি জানান, ঘটনার অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। নিখোঁজ শিশুটির খোঁজে নবদ্বীপ থেকে শান্তিপুর পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম তল্লাশি চালায়। কিন্তু এখনও শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুমনকে। বৃহস্পতিবার ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে নবদ্বীপ আদালতে আবেদন জানানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, সুমন জয়দেব বিশ্বাসের স্ত্রীর প্রথম পক্ষের সন্তান।