• হু হু করে বাড়ছে জন্ডিস আক্রান্তের সংখ্যা, মেদিনীপুরে পানীয় জল খেতেই আতঙ্ক
    এই সময় | ২৭ মার্চ ২০২৫
  • রাস্তার পাশে থাকা ট্যাপ থেকে পানীয় জল খেতেই এখন ভয় পাচ্ছেন মেদিনীপুরের বাসিন্দারা। কারণ মেদিনীপুর শহরের সুকান্তপল্লিতে হু হু করে বাড়ছে জন্ডিস আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, পানীয় জল থেকেই এই সমস্যা শুরু হয়েছে। তার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে মেদিনীপুর পুরসভা এবং জেলা প্রশাসন। যে সমস্ত কলের জল থেকে এই সমস্যা সেই ট্যাপগুলি সিল করে দেওয়া হয়েছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, পরীক্ষা করে দেখার জন্য পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে ।

    গত কয়েকদিন ধরেই পেটের ব্যথা এবং সমস্যার ভুগছিলেন মেদিনীপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি এলাকার লোকজন। ওই এলাকার বাসিন্দাদের রক্ত এবং শারীরিক পরীক্ষার পরে জানা গিয়েছে তাঁরা হেপাটাইটিস-এ আক্রান্ত। শুধুমাত্র সুকান্তপল্লি এলাকাতেই ২৪ জন হেপাটাইটিস-এ আক্রান্তর সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়াও আরও কয়েক জনে শরীরে জন্ডিসের উপসর্গ পাওয়া গিয়েছে।

    পুরসভার এবং জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জেলা আদালত এলাকার আশেপাশে থাকা ২০, ২১ এবং ২২ নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত অন্তত ৫০ জনের শরীরে জন্ডিসের উপসর্গ দেখা গিয়েছে। এ নিয়ে উদ্বেগ বাড়ছে। ওই খবর পাওয়ার পরেই বৃহস্পতিবার বৈঠকে বসেন পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর এবং মেদিনীপুর পুরসভার আধিকারিকরা। ওই তিনটি এলাকা ছাড়াও মেদিনীপুর শহরজুড়ে নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন তাঁরা।

    জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী এই সময় অনলাইন-কে জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁদের ধারণা পানীয় জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা ওই তিনটি ওয়ার্ড ছাড়াও শহরের প্রতিটি বাড়ি থেকেই পানীয় জলের নমুনা সংগ্রহ করছি এবং জন্ডিসের উপসর্গ আছে কিনা খতিয়ে দেখছি।’

    বৃহস্পতিবার সুকান্তপল্লি এলাকায় গিয়েছিলেন পুরসভার চেয়ারম্যান এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়ও। তাঁদেরকে দেখেই ক্ষোভ জানান এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নজরদারির অভাবেই তাঁদের নোংরা এবং দূষিত জল পান করতে হচ্ছে।

  • Link to this news (এই সময়)