• প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলের মাঝেই আত্মহত্যা? বারাসতের মেস থেকে উদ্ধার মেদিনীপুরের পড়ুয়ার দেহ
    এই সময় | ২৮ মার্চ ২০২৫
  • বারাসতের একটি মেস থেকে উদ্ধার কলেজ পড়ুয়ার দেহ। মৃত পড়ুয়ার নাম আকাশ দাস (২২)। ছাত্রটি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা। বৃহস্পতিবার বারাসাত হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময়েই আকাশ আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। 

    পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে স্থানীয় শ্যামসুন্দরপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন আকাশ। বিজ্ঞান শাখায় ভাল ফলাফল করার পর বারাসাতের একটি বেসরকারি কলেজে স্বাস্থ্য বিজ্ঞানের একটি বিষয় নিয়ে ভর্তি হন। গত দু’বছর ধরে বারাসাতের একটি মেসেই থাকতেন তিনি। বুধবার বিকেলে নিজের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

    পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে বচসা বা কোনওরকম মানসিক আঘাত থেকে যুবক এই সিধান্ত নিতে পারেন। তবে ঠিক কী কারণে পড়ুয়া এই সিদ্ধান্ত নেয়, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বারাসাত থানা। সন্ধ্যা অবধি আকাশের সাড়াশব্দ না মেলায় মেসের অন্যান্য আবাসিক তথা সহপাঠীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় মেসের মালিক কর্তৃপক্ষকেও। তাঁরাই রুম খুলে দেখেন, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আকাশ। 

    শ্যামসুন্দরপুর হাই স্কুলের এক শিক্ষক বলেন, ‘অত্যন্ত মেধাবী ও অনুগত ছাত্র ছিল আকাশ। ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করে। পড়াশোনার সঙ্গে সঙ্গে ছবি আঁকা, বাগান তৈরি করা-সহ নানা সৃজনশীল গুণ ছিল ওর মধ্যে।’ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘মর্মান্তিক ঘটনা। বুধবার সন্ধ্যায় আমাদের কাছে খবর আসে। বারাসাত হাসপাতালেই দেহের ময়নাতদন্ত হবে। আমরা বারাসাত থানা ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখেছি।’ একমাত্র মেধাবী ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল পরিবারের লোকজন। 

  • Link to this news (এই সময়)