• বেহাতের আশঙ্কা যামিনী রায়ের বসতভিটে, অধিগ্রহণের দাবিতে সরব স্থানীয়রা ...
    আজকাল | ২৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী যামিনী রায়ের বসতভিটে বেহাত হওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের ঝড় বাঁকুড়ায়। অভিযোগ, স্থানীয় কয়েকজনের মদতে বাড়ি এবং বাড়ি সংলগ্ন জমি প্রোমোটারদের হাতে চলে যাচ্ছে। বিষয়টি সামনে এনে স্থানীয়রা দাবি করেছেন, ঐতিহ্যবাহী এই জায়গা যথাযথভাবে সংরক্ষণ করা হোক।

    সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, যামিনী রায়ের স্মৃতি রক্ষার্থে এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ করা হোক এবং এখানে একটি আর্ট গ্যালারি তৈরি হোক।  

    বেলিয়াতোড়ে যামিনী রায়ের জন্মভিটের পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের পাশে থাকা ওই একতলা বাড়ির সঙ্গে শিল্পীর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ,  বর্তমানে এই বাড়ি প্রোমোটারদের হাতে চলে যাচ্ছে।  

    যদিও এবিষয়ে বেলিয়াতোড় এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটি অংশের দাবি, 'এই বাড়ির সঙ্গে যামিনী রায়ের কোনো সম্পর্ক নেই। এটি শিল্পীর উত্তরসূরীরা কিনেছিলেন। বর্তমানে ওই বাড়ির মালিকের অনুরোধেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে । হাতবদলের কোনো প্রশ্নই নেই।'
  • Link to this news (আজকাল)