• দেশে ফের বিজ্ঞান চর্চায় সেরা বাংলা, কেন্দ্রের দুটি পুরষ্কার উঠল ঝুলিতে...
    আজকাল | ২৮ মার্চ ২০২৫
  • বিভাস ভট্টাচার্য: মেধাস্বত্ব সংরক্ষণ এবং নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারিকরন কেন্দ্র হিসেবে দেশের সেরা হল বাংলা। বুধবার দিল্লিতে রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরকে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কৃত করা হয়। রাজ্যের হয়ে পুরষ্কার গ্রহণ করেন দপ্তরের সচিব বিজয় ভারতী। ছিলেন বিজ্ঞানী মহুয়া হোম চৌধুরী। উল্লেখ্য, একমাত্র পশ্চিমবঙ্গকেই এই দুটি বিভাগের জন্য পুরষ্কৃত করা হয়েছে। 

    এবিষয়ে সচিব বিজয় ভারতী বলেন, খুবই আনন্দের মুহূর্ত। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রযুক্তির বাণিজ্যিকীকরণে বাংলা সেরা বলে বিবেচিত হয়েছে। আগামীদিনে আরও এগিয়ে যাওয়া হবে। 

    বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে দপ্তরের এক আধিকারিক জানান, রাজ্যে প্রতিনিয়ত যে বিজ্ঞান চর্চা হচ্ছে এবং তার ফলে যে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে তার মেধাস্বত্ব সংরক্ষণ করে যেন প্রকৃত আবিষ্কারক এর দাবিদার হন সেই বিষয়টি সুনিশ্চিত করছে রাজ্য সরকারের এই দপ্তর। এর পাশাপাশি, আবিষ্কৃত নতুন প্রযুক্তি যেন বাণিজ্যিকভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টিও এই দপ্তর দেখে চলেছে। স্বাভাবিকভাবেই তার সর্বভারতীয় স্বীকৃতি তাঁদের দপ্তরকে নিঃসন্দেহে আরও বেশি এগিয়ে দেবে। 

    এই কাজের পাশাপাশি স্কুল এবং কলেজে বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে যেতেও রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তর উৎসাহ প্রদান করে চলেছে। বিভিন্ন সেমিনার বা কর্মশালার মাধ্যমে হাতেকলমে এবিষয়ে বুঝিয়েও দেওয়া হচ্ছে দপ্তরের তরফে।

     
  • Link to this news (আজকাল)