যুবকের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা-ভাঙচুর, জখম ডিসিপি-সহ একাধিক পুলিশকর্মী...
আজকাল | ২৮ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: যুবকের দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার। ভাঙচুর, উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা বাড়ে আরও। ইটের আঘাতে জখম হন ডিসিপি সহ একাধিক পুলিশ কর্মী, স্থানীয় সূত্রের খবর তেমনটাই।
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামে ভোরবেলায় কুমারডিহি গ্রামে রুইদাস পাডড়ায় পল্লব নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ খবর পেয়েই দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ, পুলিশ বাড়ির লোকজনকে না জানিয়ে মৃতদেহ নিয়ে যায়, ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা । স্থানীয় সূত্রে খবর, মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, পল্লব ওই মহিলার বাড়ি গেলে মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে । এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা । বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। সাইকেল মোটরসাইকেল ও ভাঙচুর চালানো হয় । পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ।
ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা-সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে খবর। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় । বেশ কয়েকজনকে আটক করে পুলিশ । এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা । রয়েছে পুলিশ পিকেট। ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেছে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।