বাজেট অধিবেশনে পাশ হওয়া ৩ বিলে অনুমোদন রাজ্যপাল বোসের
আজ তক | ২৮ মার্চ ২০২৫
রাজ্য বাজেট অধিবেশনের শেষ দুই দিনে পাঁচটি বিল পাশ করিয়েছিল রাজ্য সরকার। তা পাশের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হয়েছিল। সেই বিলের মধ্যে তিনটিতে সম্মতি দিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার এই বিলে সম্মতি জানানো হয়। যে বিলগুলো পাশ করা হয়েছে সেইগুলো হল - ওয়েস্ট বেঙ্গল ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট (সংশোধন) বিল, ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং পশ্চিমবঙ্গ অ্যাপ্রোপ্রিয়েশন বিল।
রাজভবন সূত্রে খবর, বাকি দুটি বিলের এখনও ছাড়পত্র মেলেনি। কবে ছাড়পত্র দেওয়া হবে, তা জানা যায়নি। এমনিতে কোনও বিল বিধানসভায় পাশ হয়ে আসার পর রাজ্যপাল তার খোঁজখবর নেন। সেই মোতাবেকই পাশ হওয়া তিনটি বিলে সম্মতি দান করেন তিনি।
ডঃ বোস এর আগে বাজেট অধিবেশন চলাকালীন পশ্চিমবঙ্গ বিধানসভায় উপরের বিলগুলি প্রবর্তনের সুপারিশ করেছিলেন। তারপরই বিলগুলো পাশ করা হয়। সেক্রেটারিয়েট ম্যানুয়াল ২০১৯-এ থাকা বিধান অনুসারে, সরকারের কাছ থেকে বিভাগীয় দাখিল এবং প্রযুক্তিগত প্রতিবেদন চেয়ে রাজভবনের যোগাযোগের জন্য সরকার অবিলম্বে সাড়া দিয়েছে।
রাজভবন সূত্রে খবর, বিলগুলিতে তাঁর সম্মতি প্রদান করতে পেরে খুশি রাজ্যপাল। কলকাতা গেজেটে এই বিলের সম্মতির বিষয়ে জানানো হবে।
এর আগে বহুবার বিল আটকে থাকার অভিযোগ উঠেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। ২০২৩ সালের শেষের দিকে রাজভবন তালিকা প্রকাশ করে। তাতে কোন কোন বিল কী কী কারণে আটকে আছে সে বিষয়ে জানানো হয়। একইসঙ্গে, রাজভবনের তরফে দাবি করা হয় যে, রাজ্যপাল বা রাজভবন ইচ্ছাকৃত কোনও বিল আটকে রাখেনি। রাজ্য সরকারের পাঠানো কোনও বিল রাজভবনের পড়ে নেই বলেও জানানো হয়।