• ইলেকট্রিক শক, বিকৃত যৌনতায় জীবন নরক! 'পণ দে, নইলে...'
    ২৪ ঘন্টা | ২৮ মার্চ ২০২৫
  • রণজয় সিংহ: রোজ মারধর। সঙ্গে বিকৃত সহবাস, যৌন নির্যাতনও! বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারায় এবার স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিস সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজারে অমৃতি এলাকায়।

    নির্যাতিতার মা ও প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের উপর থেকে শ্বশুরবাড়িতে ওই তরুণীর উপর অমানবিক অত্যাচার চলত। প্রায় বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতেন স্বামী ও শাশুড়ি। টাকা আনতে না পারলেই চলত অত্যাচার। তাও শ্বশুরবাড়িতেই থাকতেন নির্যাতিতা। সম্প্রতি বাপের বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা আনতে বলা হয়েছিল। কিন্তু সেই টাকা আনতে না পারাতেই স্বামী ও শ্বাশুড়ি মিলে ওই তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিবারের লোকদের দাবি, এর আগেও থানায় অভিযোগ করেছিলেন তাঁরা। কিন্তু পুলিস সময়মতো ব্যবস্থা নেয়নি। সেকারণেই এবার পুলিস সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন। ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ গ্রামের লোকেরা। 

    এদিকে একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের আধার। মালদহেরই ইংরেজবাজারে ডাউনি সন্দেহে এক দম্পতিকে পুড়িয়ে মারা চেষ্টা! কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছেন স্বামী ও স্ত্রী। ওই দম্পতির পুত্রবধূ ও এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিস।

    জানা দিয়েছে, ইংরেজবাজারের যদুপুর ২ পঞ্জায়েতে জহরতলা গোবিন্দপুর এলাকা বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের উপরে  চলছিল অত্যাচার। ডাইন সন্দেহে বাবা-মাকে মারধর করতেন ছেলে। সঙ্গে বউমাও। এরপর বৃহস্পতিবার ওই দম্পতিকে পুড়িয়ে মারা চেষ্টা করা হয়। কিন্তু গ্রামবাসী জড়ো হওয়া যাওয়ায় পালিয়ে যায় ছেলে ও বউমা। শেষে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন দম্পতি।

  • Link to this news (২৪ ঘন্টা)