• 'পার্থর কথাতেই নষ্ট করা হয় OMR শিট!', আদালতে বিস্ফোরক দাবি CBI...
    ২৪ ঘন্টা | ২৮ মার্চ ২০২৫
  • পিয়ালি মিত্র: পার্থর (Partha Chatterjee) কথাতেই নষ্ট করা হয় OMR শিট। জামিনের বিরোধিতা করতে গিয়ে এই প্রথম OMR শিট নস্টেও পার্থ ভূমিকা উল্লেখ সিবিআইয়ের (CBI)। এদিন সিবিআইয়ের আইনজীবী জানায়, মন্ত্রী ছিলেন। তিনি মাস্টারমাইন্ড। তার নেতৃত্ব পুরো স্ক্যাম হয়। ৭৫২ জনের একটি লিস্ট পাওয়া যায়। যেটা তাকে পাঠান মানিক ভট্টাচার্য। যার সবাই অযোগ্য। ইন্টারভিউ করার কথা থাকলেও হয়নি। নথি ভেরিফিকেশনের পর নম্বর দিয়ে হয়। পার্থ কথাতেই নষ্ট করা হয় ওএমআর শিট। 

    এরপরেই আদালত জানতে চায়, ইন্টারভিউ না হওয়ার সঙ্গে ওনাকে কীভাবে লিঙ্ক করছেন? সিবিআই জানায়, ৭৫২ প্রার্থী তালিকা মানিক ভট্টাচার্য পাঠিয়েছিলেন। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর ইন্টারভিউ হয়নি। এছাড়া ১৫ জন তালিকা দেন পার্থ। তারমধ্যে ১০ বেআইনিভাবে নিয়োগ করে। ওয়ার হাউস থেকে যে তালিকা পাওয়া যায় সেটি ৩২১ জনের তালিকা তিনি মানিককে পাঠান। যার মধ্যে ১৩৪ জন নিয়োগ হয়। 

    প্রবীর বন্দ্যোপাধ্যায় গোপন জবানবন্দিতেও স্বীকার করে যে পুরো স্ক্যাম তার কথাতে হয়েছে। তিনি রাজনৈতিক মানুষ। প্রভাবশালী। যদি জামিন পেলে আমাদের তদন্ত প্রভাবিত হবে। সিবিআই আদালতে জানিয়েছে, প্রাথমিকে অনুত্তীর্ণ ৩২১ জন প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে ১৩৪ জনের চাকরি হয়। এই তালিকা পার্থ চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন। ওই তালিকাতে রাজনৈতিক প্রভাবশালীদের নামের উল্লেখ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে আদালতে দাবি সিবিআইয়ের।

    প্রসঙ্গতস, ২০২২ সালের জুলাই মাস থেকে বন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে ইডি, পরবর্তীতে সিবিআইও গ্রেফতার করে তাঁকে। বন্দিদশায় বহুবার আর্জি জানালেও গত ডিসেম্বরে অবশেষে ইডির মামলায় মেলে জামিন। তবে এখনও সিবিআইয়ের মামলায় জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। এদিকে জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়েছেন ইডি-র মামলায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলাও এখন বিচার পর্যায়ে রয়েছে। ইডি-র কাছে ইতিমধ্যেই গোপন জবানবন্দি দিয়েছেন। 

  • Link to this news (২৪ ঘন্টা)