• যশোর রোডে বেপরোয়া বাইক রেসিংয়ে বলি ১, ব্যাপক গোলমাল জাতীয় সড়কে
    এই সময় | ২৮ মার্চ ২০২৫
  • রাতের রাস্তায় বেপরোয়া বাইক রেসিংয়ের অভিযোগ এ বার যশোর রোডে। জাতীয় সড়কে রেসিংয়ের নেশার বলি হলেন এক মহিলা। ঘটনাস্থল থেকে আটক ১ যুবক। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কে। বাইকের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা। দুর্ঘটনার পর রাস্তা আটকে চলে রীতিমতো বিক্ষোভও। স্থানীয়দের দাবি, রোজই চলে এমন বেপরোয়া রেসিং। পুলিশ প্রশাসনকে বার বার বলেও সুরাহা হয়নি।

    অভিযোগ, বৃহস্পতিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে বেশ কয়েকটি বাইক মিলে রেস করছিল। দত্তপুকুরের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে চলা এক মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার বলে খবর। জানা গিয়েছে, দত্তপুকুর মন্ডলগাছি এলাকার বাসিন্দা নিহত মহিলা। তাঁর নাম অসীমা দাস। বয়স ৫০ বছর।

    স্থানীয়দের দাবি, রোজ রাতে গুরুত্বপূর্ণ ১২ নম্বর জাতীয় সড়কের হয়ে ওঠে বাইক রেসিংয়ের আখড়া। পুলিশকে বার বার জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার রাতেও একই রকম ভাবে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে চলছিল রেসিং গেম। সেই রেসিংয়ের চক্করেই প্রাণ হারালেন পঞ্চাশোর্ধ মহিলা। নোয়াপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন তিনি। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে একটি বাইক। ঘটনাটি ঘটেছে বারাসাত ন'পাড়া কালীবাড়ির প্রাথমিক বিদ্যালয় এর সামনে। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই মহিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    দুর্ঘটনার খবরে ছুটে আসে বারাসাত থানার পুলিশ। ঘটনাস্থলে থেকে অভিযুক্ত বাইক চালককে আটক করা হয়। দুর্ঘটনার জেরে সেই বাইক চালকও আহত হয়েছেন বলে খবর। অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময়ই পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে জ্বালিয়ে দিতে চাইছিলেন এলাকাবাসী। শেষমেষ বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। যদিও উত্তেজিত জনতা এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকে।

  • Link to this news (এই সময়)