সুকান্তর আপ্ত সহায়ক ৭ বছরে কোটিপতি? প্রশ্ন হিন্দু সংহতির
বর্তমান | ২৮ মার্চ ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: গাড়ি বিক্রেতা থেকে কয়েক বছরে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আপ্ত সহায়ক অজয় সরকার। কীভাবে এত সম্পত্তির মালিক প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ার তথ্য পরিবেশন করে সরব হয়েছেন গেরুয়াপন্থী সংগঠন ‘হিন্দু সংহতি’র এক কর্তা শান্তনু সিনহা। কেন এই অভিযোগ, তার স্বপক্ষে ভিডিও বার্তাও পোস্ট করেছেন হিন্দু সংহতির এই নেতা। সেইসব পোস্টকে সামনে রেখে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসও।
যদিও এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবুর বক্তব্য, আমাকে বদনাম করতেই, চক্রান্ত করে এসব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে খণ্ডন করেছেন অজয়বাবুও। ২০১১ সাল থেকে গাড়ির ব্যবসা করা অজয়বাবু ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ঠিক কত টাকার দিয়েছেন, ফেসবুকে তা পোস্ট করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, মিনিস্ট্রি অব নর্থ ইস্ট রিজিওনের অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি হিসেবে তিনি প্রতি মাসে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা বেতন পান। তাঁর আক্ষেপ, এরপরেও তাঁকে চোরের অপবাদ শুনতে হচ্ছে। ফেসবুকে অজয়বাবুর প্রশ্ন, রাজনৈতিকভাবে সুকান্ত মজুমদারের কোনও ত্রুটি ধরতে না পেরেই কি এ ধরনের পোস্ট? হিন্দু সংহতি কর্তার ওই পোস্টকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে অজয়ের সম্পত্তির তথ্য নিয়ে ফেসবুকে তৎপর তৃণমূল নেতা, কর্মীরা। তাঁদের দাবি, কয়েক বছর আগে সুকান্তর এই আপ্ত সহায়ক এক গাড়ি কোম্পানির বিক্রেতা ছিলেন মাত্র। এমনকী ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় ছোট্ট একটি টিনের ঘরে বাস করতেন অজয়। সুকান্ত জেতার পর থেকে তাঁর উত্থান শুরু হয়। তৃণমূলের দাবি, বর্তমানে বালুরঘাট শহরের বুকে অজয়ের বিলাসবহুল বাড়ির পাশাপাশি কয়েক কোটি টাকায় জমিজায়গাও কিনেছেন। বালুরঘাট লাগোয়া চকভৃগু এলাকাতেও কয়েক বিঘা জমি কিনেছেন অজয়। বিজেপির রাজ্য নেতারা শাসকদলের নেতা, মন্ত্রীদের সম্পত্তি নিয়ে ইডি, সিবিআই তদন্তের দাবি করেন খোদ সুকান্ত। তাঁর আপ্ত সহায়কের এই বিপুল সম্পত্তি,গাড়ি, বাড়ির উৎস নিয়ে তদন্তের দাবি জানিয়েছেনতৃণমূল নেতারা। তবে, অভিযোগ প্রসঙ্গে কয়েকবার ফোন এবং মেসেজ পাঠালেও, এদিন উত্তর দেননি অজয়। তবে, রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া পোস্ট করেছেন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, আমরা যতদূর জানি, অজয় সরকার আগে মধ্যবিত্ত ছিলেন। এখন কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। আমাদের কাছে পুরো তথ্য রয়েছে। তার এই সম্পত্তির উৎস কী, সেটা নিয়ে আমরা অবাক। এনিয়েও তদন্ত হোক। এদিন তৃণমূল নেতারা পোস্ট করে প্রশ্ন তোলায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আগামীতে এনিয়ে বড় আন্দোলনের পাশাপাশি সিবিআই ও ইডি’র দ্বারস্থ হবে বলে ঠিক করেছে জোড়াফুল শিবির।