জওয়ানকে লক্ষ্য করে গুলি, সীমান্তে গ্রেপ্তার পাচারকারী
বর্তমান | ২৮ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নকশালবাড়ি: ফের সীমান্তে আক্রান্ত বিএসএফ জওয়ান। অভিযোগ, গোরুপাচারে বাধা দিতেই জওয়ানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় আঘাত করার পাশাপাশি জওয়ানকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোরে ফাঁসিদেওয়ার কালামগছের ঘটনা। অভিযুক্ত পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম মহম্মদ মুজাফ্ফর হুসেন। স্থানীয় মুড়িখাওয়া গ্রামে ধৃতের বাড়ি। ধৃতের থেকে আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন ও গোরু উদ্ধার করা হয়েছে। এনিয়ে সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফাঁসিদেওয়া থানার ওসি চিরঞ্জিৎ ঘোষ বলেন, বিএসএফের অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বিএসএফের শিলিগুড়ি সেক্টরের এক অফিসার জানান, অভিযুক্ত পাচারকারীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও মোবাইল এবং ঘটনাস্থল থেকে চারটি গোরু ও গুলির খোল উদ্ধার হয়েছে। সেগুলি পুলিসকে হস্তান্তর করা হয়েছে।