নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরে পরিস্রুত পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরেই। সেই সমস্যা মেটাতে পুরসভার পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবারই পুরসভার ২০২৫-’২৬ অর্থবর্ষের বাজেট পাশ হয়েছে। সেখানেও পানীয় জল সরবরাহে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আম্রুত-২ প্রকল্পের মাধ্যমে সাড়ে ১২ কোটি টাকার পানীয় জলের একটি কাজ ও নতুন কাজের জন্য ২৪ কোটি ৩৫ লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে। এছাড়াও ১ কোটি ৩৮ লক্ষ টাকা পাইপ লাইন সংস্কার ও রক্ষণাবেক্ষণের খাতে ব্যয়ে ধরা হয়েছে। পানীয় জলের এই কাজগুলি হলে পুরসভার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা অনেকটাই মিটে যাবে বলে মনে করা হচ্ছে।
শুধু পানীয় জল নয়, কোচবিহার পুরসভার রাস্তাঘাট, সুস্বাস্থ্যকেন্দ্র, ডাম্পিং গ্রাউন্ড সংস্কার সহ একাধিক বিষয়ে এবারের বাজেটে প্রচুর বরাদ্দ ধরা হয়েছে। বাজেটে এবারের রাসমেলা থেকে আয়ের পরিমাণও জানানো হয়েছে। এবার রাসমেলা থেকে ১৫ দিনে ১ কোটি ৭৯ লক্ষ ৫৩ হাজার ৮২৯ টাকা আয় হয়েছে পুরসভার।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, শহরে পানীয় জল সরবরাহের জন্য সাত কাঠা জমি কেনা হয়েছে। পুর এলাকায় পানীয় জলের জন্য ৫৩ কিমি নতুন পাইপ লাইন বসানো হবে। এছাড়াও ১৮০ কিমি পাইপ লাইন বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই দু’টি অনুমোদন পেলে জলের সমস্যা মিটবে বলে আশা করি। বাজেটে শহরের সার্বিক উন্নয়নের উপরেই আমরা জোর দিয়েছি।
কোচবিহার পুরসভায় আরও চারটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। আগের দু’টি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। নতুন চারটি নির্মাণ হলে মেডিক্যাল কলেজের উপরে চাপ অনেকটাই কমবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। ডাম্পিং গ্রাউন্ডের জন্য ৬ কোটি ২০ লক্ষ টাকার প্রকল্প তৈরি হয়েছে। পথবাতির ব্যবস্থা করা হবে। ৪০০ লাইট লাগানো হবে। প্রতিটি ওয়ার্ডে ২০ লক্ষ করে মোট চার কোটি টাকার পেভার ব্লকের রাস্তা নির্মাণ করা হবে। ৪০ লক্ষ টাকা ব্যয়ে নিকাশি নালার কাজ করা হবে। কোচবিহারের হরিণচওড়ায় ও বাবুরহাটে হেরিটেজ গেট নির্মাণের জন্য জেলাশাসকের কাছে আবেদন করা হবে। শহরের বেশ কয়েকটি দিঘি সংস্কার ও পরিষ্কার করা হবে। পুরসভার গাড়ি রাখার জন্য ডিএমের কাছে জায়গা চাওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।