নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রমজান মাস শেষ লগ্নে। সামনেই খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বীরা বছরভর ঈদের দিনটার জন্য অপেক্ষা করেন। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি অনেক সময় ধুমধাম করে ঈদ পালন করতে পারে না। এই পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি শতাধিক মুসলিম পরিবারের হাতে নতুন বস্ত্র, ফলমূল, সেমই সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। এদিন বড়জোড়া বাজারে বিধায়কের কার্যালয়ে এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চাঁদাই জুম্মা মসজিদের ইমাম আকবর আলি মণ্ডল ও মানগ্রাম জুম্মা মসজিদের ইমাম সৈয়দ হাসিবুল রেজ্জাক। বড়জোড়া বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে লোকজন সেখানে আসেন।
জনপ্রতিনিধির পাশাপাশি অলোকবাবু তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদেও রয়েছেন। ফলে সারাবছরই তিনি পাশে থাকেন বলে বড়জোড়া বিধানসভা এলাকার বাসিন্দারা জানিয়েছেন। অলোকবাবু বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই নীতিতে আমরা বিশ্বাসী। বড়জোড়া তথা বাঁকুড়ায় সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করে। দুর্গাপুজোয় মুসলিম ভাই-বোনেরা আমাদের মণ্ডপে প্রতিমা দর্শন করে। ঈদ সহ অন্যান্য পরবে আমরা মুসলিম মহল্লায় যাই। এক সপ্তাহ আগে থেকেই ঈদ উপলক্ষ্যে আয়োজিত নানা অনুষ্ঠানে আমার কাছে আমন্ত্রণ আসতে শুরু করেছে। ঈদে গরিব মুসলিম পরিবারগুলির মধ্যে আমি বস্ত্র বিলি করছি। এদিন শতাধিক পরিবারকে দেওয়া হয়েছে। দুর্গা ও কালী পুজোতেও আমি এলাকার কয়েকহাজার মানুষের মধ্যে বস্ত্র বিলি করি। স্থানীয় বাসিন্দা আমজাদ মণ্ডল, মহম্মদ হরমুজ আলি মল্লিক বলেন, প্রাকৃতিক বিপর্যয় হোক বা উৎসব পালন, বিধায়ক সবসময় মানুষের পাশে থাকেন। এদিনও তিনি বস্ত্র সহ অন্যান্য সামগ্রী দিয়েছেন।