দাবি সত্ত্বেও ঈদে শিয়ালদহ থেকে লালগোলা আসার পর্যাপ্ত ট্রেন দিল না রেল
বর্তমান | ২৮ মার্চ ২০২৫
সংবাদদাতা, বহরমপুর: ফের কেন্দ্রের বিরুদ্ধে উঠল বঞ্চনার অভিযোগ। অভিযোগ, ঈদে অতিরিক্ত প্যাসেঞ্জার ট্রেনের দাবি মেটাচ্ছে না রেল মন্ত্রক। ঈদে শিয়ালদহ-লালগোলা এবং হাওড়া আজিমগঞ্জ শাখায় কয়েক জোড়া স্পেশাল ট্রেনের দাবি জানিয়ে রেল মন্ত্রকে চিঠি পাঠায় পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। কিন্তু রেল কর্তৃপক্ষ শিয়ালদহ ডিভিশনে ঈদের আগের দিন ও ঈদের পরের দিন দু’ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েই দায় সেরেছে। এতে ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আশিফ ফারুক বলেন, এটা কেন্দ্রের বঞ্চনার আরেকটি নমুনা। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ঈদে ঘরে ফিরবে। ঈদের আগে একদিন স্পেশাল ট্রেন চালিয়ে সমস্যা মিটবে না। আরও দু’ দিন অন্তত পক্ষে তিনজোড়া স্পেশাল ট্রেন চালানো উচিত ছিল। ঈদের পরদিন স্পেশাল ট্রেন পরিযায়ী শ্রমিকদের কোনও কাজেই লাগবে না।
ঈদের অতিরিক্ত প্যাসেঞ্জার ট্রেনের দাবিতে ১০ মার্চ রেল মন্ত্রকে চিঠি পাঠায় পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। একই দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও। গত রবিবার ‘ঈদের মরশুমে অতিরিক্ত প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি, নিশ্চুপ রেল’ শিরোনামে বর্তমান পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। তারপরই ২৬ মার্চ শিয়ালদহ-লালগোলা শাখায় দু’ দিন দু’ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করে রেল দপ্তর। ৩০ মার্চ ঈদের আগের দিন শিয়ালদহ থেকে আপ স্পেশাল ১১টা ৫৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি লালগোলা স্টেশনে পৌঁছবে বিকেল ৪ টে ৫৫ মিনিটে। ওইদিন ডাউন ট্রেনটি লালগোলা থেকে বিকেল ৫টা ৪৫ মিনেটে ছেড়ে রানাঘাট পর্যন্ত আসবে। রানাঘাটে পৌঁছবে রাত ৯টা ২ মিনিটে। ঈদের পরদিন ১ এপ্রিল আপ ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে ছেড়ে লালগোলা আসবে। রানাঘাট স্টেশন থেকে সকাল সাড়ে ৯টায় ছাড়বে। দুপুর ১২টা ৫০ মিনিটে লালগোলা স্টেশনে পৌঁছবে। ওইদিন ডাউন ট্রেনটি লালগোলা থেকে দুপুর ২ টো ১৫ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ৭টা ১৫ মিনিটে।
মুর্শিদাবাদের ১০ লক্ষের বেশি মানুষ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ঈদে বাড়ি ফেরার জন্য তাঁরা উদগ্রীব। কিন্তু শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত ট্রেনের অভাবে তাঁরা বাড়ি ফিরতে সমস্যায় পড়েন। শিয়ালদহে স্টেশনে অনেককে রাত কাটাতে হয়। শ্রমিকদের নিশ্চিন্তে ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। কিন্তু মঞ্চের দাবিকে রেল সেভাবে মান্যতা না দেওয়ায় তাঁরা ক্ষোভে ফুঁসছেন। কেরলে কাজ করেন বেলডাঙা-১ ব্লকের নাসিম শেখ। সেখান থেকে ফোনে জানালেন, ঘরে ফেরা নিয়ে খুবই উদ্বেগে আছি। কলকাতা থেকে কীভাবে ফিরতে পারব জানি না। তবে এদিন ভরতপুরে ইউসুফ পাঠান বলেন, ঈদের জন্য স্পেশাল ট্রেনের দাবি জানিয়েছিলাম। রেল মন্ত্রক কথা রেখেছে।