• বাঁশ, বিট থেকে বিরাট কোহলি, ঈদে বহরমপুরে নজরে চুলের অভিনব ছাঁট
    বর্তমান | ২৮ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: বাঁশ, বিট, ককরোজ, বিরাট কোহলি, এন্ড্রু রাসেল। নাম শুনে চমকে যাবেন না। এগুলো সবই এবার ঈদে চুলের কাটিংয়ের নয়া ফ্যাশনের পোশাকি নাম। অভিনব ফ্যাশনে চুল কাটতে বহরমপুর শহরের সেলুনগুলিতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। চুলের ছাঁটের পাশাপাশি রঙ পরিবর্তনেও নতুনত্ব এসেছে। চুলে সবুজ মেরুণের মিশ্রণ ঘটছে। কালো চুল সাদা করা হচ্ছে। ঈদের ক’দিন আগে থেকেই চুলে পছন্দের ডিজাইন বানাতে সেলুনগুলিতে লাইন পড়ে গিয়েছে। ডিজাইন অনুয়ায়ী খরচও কম নয়। একশো থেকে দেড়শো- দুশো টাকা খরচ হচ্ছে প্রতি ছাঁটে। ঈদে পোশাক, জুতোয় নতুন ফ্যাশন বাজারে চমক ফেলে। এবার চুলের ছাঁট এবং রঙ পরিবর্তনে অভিনবত্ব রয়েছে। বাঁশ ছাঁটে মাথার উপরের অংশের চুল হবে সজারুর কাঁটার মতো খাড়া। মাথার চারপাশের চুল থাকবে ছোট ছোট আকারের। বিট ছাঁটে মাথার চারপাশের মিলিমিটার সাইজের চুল ঢেকে  থাকবে উপরের লম্বা চুলে। ককরোজ ছাঁটে চুলের স্টাইলে পতঙ্গের রঙেরও বাহার থাকবে। এর পাশাপাশি আইপিএল যুব সমাজে প্রভাব ফেলেছে। সেখানে বিরাট কোহলির চুল ও দাড়ির স্টাইলের চাহিদা সব থেকে বেশি। কেকেআরের জনপ্রিয় খেলোয়াড় রাসেলের চুলের রঙের স্টাইল এবার ঈদের বাজার মাতাচ্ছে। বহরমপুর জজকোর্ট মোড় এলাকার এক সেলুন মালিক অমর প্রামাণিক বলেন, বিরাট কোহলি, রাসেল সহ বেশ কয়েকজন ক্রিকেটারের চুলের স্টাইলের অনুকরণ বেশি।  
  • Link to this news (বর্তমান)