বিমান সংস্থার প্রাক্তন অফিসারকে ১ কোটির প্রতারণা, নাইজেরীয় যুবকের ৮ বছরের জেল
বর্তমান | ২৮ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক বিমান সংস্থার প্রাক্তন অফিসারের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইবার অপরাধী নাইজেরিয়ার এক যুবককে সাজা দিল আদালত। আসামির নাম জেফারসন ইজে হেনরি। বৃহস্পতিবার কলকাতার প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অভিজিৎ ঘোষ দোষী সাব্যস্ত ওই বিদেশি নাগরিককে আট বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। একইসঙ্গে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানাও করেন তিনি। অন্যান্য অপরাধেও যুবকের পৃথক পৃথক সাজা হয়। তবে, সব সাজাই একসঙ্গে চলবে। আসামির দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা সাংবাদিকদের বলেন, ২০২১ সালে প্রতারণার ঘটনাটি ঘটে। অভিযোগকারী কলকাতার বাসিন্দা। তিনি একটি বিমান সংস্থার প্রাক্তন অফিসার। তাঁকে ফোন করে নাইজেরিয়ার ওই যুবক। সে নিজেকে একটি বিদেশি ব্যাঙ্কের আধিকারিক বলে পরিচয় দেয়। বিশ্বাস অর্জনের জন্য সে ভুয়ো প্রোফাইলের একটি লিঙ্কও পাঠায়। তারপর বিভিন্ন সময়ে ফোন করে সে আর্থিক দিক থেকে টেক সাপোর্ট দেওয়ার কথা বলে। সেই ফাঁদে পা দিয়ে ওই প্রাক্তন অফিসার তাঁর ব্যাঙ্কের যাবতীয় তথ্য শেয়ার করেন। সেই তথ্যের ভিত্তিতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কলকাতা পুলিসের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে পুলিস মোবাইল ফোনের সূত্র ধরে মুম্বই থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিস। মামলায় সাক্ষ্য দেন ২৬ জন। এদিন বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।