অবৈধ নির্মাণ রুখতে অফিসারদের জন্য কড়া নির্দেশিকা জারি পুরসভার
বর্তমান | ২৮ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি নির্মাণ নিয়ে নানা কড়াকড়ি হলেও অভিযোগ উঠছেই। অভিযোগ পাওয়ার পর পুরসভা পদক্ষেপও নিচ্ছে। কিন্তু, পুরসভার তরফে নোটিস দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে অবৈধ নির্মাণ চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় পুরকর্তাদের নজরদারির অভাবেই এমন ঘটছে। এমনকী ‘টক টু মেয়র’-এ আসা অভিযোগ নিয়েও এমন গাফিলতি নজরে এসেছে।
এই পরিস্থিতিতে এবার নীচতলার আধিকারিকদের উপর আরও কড়া নিয়ম জারি করল পুর কর্তৃপক্ষ। কলকাতা পুর কমিশনারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনও বেআইনি নির্মাণ নিয়ে যথাযথ পদক্ষেপ না হলে কিংবা অভিযোগ মেলার পরেও যদি নির্মাণ জারি থাকে, তাহলে সংশ্লিষ্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (এসএই) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গার্ডেনরিচে নির্মীয়মাণ বেআইনি নির্মাণ ভেঙে ১৩ জনের মৃত্যুর পর পুরসভা বেআইনি নির্মাণ রোধে আরও সক্রিয় হয়ে ওঠে। চালু হয় লগ-বুক ব্যবস্থা। নির্দেশ দেওয়া হয়, প্রত্যেক এসএই নিয়মমতো নিজের ওয়ার্ড ঘুরবেন। ১৫ দিন অন্তর একই রাস্তা পরিদর্শন করতে হবে। কোথাও কোনও নির্মাণ হলে, তা লগ-বুকে তুলতে হবে। বেআইনি নির্মাণ ধরা পড়লে তাও লগ-বুকে তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু, সম্প্রতি দেখা যাচ্ছে, বেআইনি নির্মাণ নিয়ে বহু অভিযোগ ‘টক টু মেয়র’-এ আসছে। কিন্তু সেগুলি লগ-বুকে নথিভুক্ত হয়নি বা যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। কিছু ক্ষেত্রে পুরসভা শুধু নোটিস দিয়ে কাজ সেরেছে। সেখানে বেআইনি নির্মাণ জারি রয়েছে। এমন ঘটনা দেখে রেগে যান মেয়র। তিনি পুর কমিশনারকে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ‘টক টু মেয়র’-এ কোনও অভিযোগ এলে সেটি লগ-বুকে নথিভুক্ত কি না, তা খতিয়ে দেখবেন বিল্ডিং বিভাগের ডিজি। সেটি নথিভুক্তি না থাকলে কিংবা অভিযোগ মেলার পর ব্যবস্থা না নেওয়া হলে, সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, ‘টক টু মেয়র’-এ আসা বেআইনি নির্মাণের প্রতিটি অভিযোগ নিয়ে ডিজি মেয়র ও পুর কমিশনারকে নিয়মিত রিপোর্ট দেবেন। পরবর্তী ‘টক টু মেয়র’-এর আগেই সমস্ত অভিযোগ নিয়ে কী ব্যবস্থা নেওয়া হল, সেই রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ডিজিকে।-ফাইল চিত্র